Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিনের পর দিন আপনার আয়ু কমিয়ে দিচ্ছে চকোলেট, কারণ কী?

Chocolate Side Effects: চকোলেটই আপনার মৃত্যুর কারণ হতে পারে। চকোলেট খেলে কী কী বিপদ হতে পারে, তা একবার দেখে নিন। চকোলেটে থাকে প্রচুর পরিমাণ ক্যাফেইন। উপাদানটি শরীরের এনার্জি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এছাড়াও অতিরিক্ত চকোলেট খেলে ডিহাইড্রেশনের সমস্য়াও হতে পারে। ক্যাফেইনের কারণে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত লবণ বেড়িয়ে যায়।

| Updated on: Feb 18, 2024 | 2:00 PM
প্রচুর পরিমানে চকোলেট খান? উপহারে কেউ চকোলেট দিলেই খুশিতে ডগমগ করেন। জানেন কি এই চকোলেটই আপনার মৃত্যুর কারণ হতে পারে।

প্রচুর পরিমানে চকোলেট খান? উপহারে কেউ চকোলেট দিলেই খুশিতে ডগমগ করেন। জানেন কি এই চকোলেটই আপনার মৃত্যুর কারণ হতে পারে।

1 / 8
চকোলেট খেলে কী কী বিপদ হতে পারে, তা একবার দেখে নিন। চকোলেটে থাকে প্রচুর পরিমাণ ক্যাফেইন। উপাদানটি শরীরের এনার্জি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

চকোলেট খেলে কী কী বিপদ হতে পারে, তা একবার দেখে নিন। চকোলেটে থাকে প্রচুর পরিমাণ ক্যাফেইন। উপাদানটি শরীরের এনার্জি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

2 / 8
তাই বেশি চকোলেট খেলে হৃদযন্ত্রের উপর খুব চাপ পড়ে। অস্থিরতা বাড়ে। সেই থেকে বাড়ে দুশ্চিন্তা। সরাসরি হৃদযন্ত্রের সমস্যা বাড়াতে থাকে। তাই যদি অস্থিরতা ও হার্টের সমস্যা না চান, তাহলে চকোলেট খাওয়া কমাতে হবে।

তাই বেশি চকোলেট খেলে হৃদযন্ত্রের উপর খুব চাপ পড়ে। অস্থিরতা বাড়ে। সেই থেকে বাড়ে দুশ্চিন্তা। সরাসরি হৃদযন্ত্রের সমস্যা বাড়াতে থাকে। তাই যদি অস্থিরতা ও হার্টের সমস্যা না চান, তাহলে চকোলেট খাওয়া কমাতে হবে।

3 / 8
পেটের সমস্যাকে বাড়িয়ে দেয় চকোলেট। অর্থাৎ অতিরিক্ত চকোলেট সেবনে গ্যাসের সমস্যা হয়। ক্যাফেইন থেকে হয় গ্যাসও। হার্ট বার্ন হতে পারে অনেকক্ষেত্রে। পেটে আলসারও হতে পারে এর থেকে।

পেটের সমস্যাকে বাড়িয়ে দেয় চকোলেট। অর্থাৎ অতিরিক্ত চকোলেট সেবনে গ্যাসের সমস্যা হয়। ক্যাফেইন থেকে হয় গ্যাসও। হার্ট বার্ন হতে পারে অনেকক্ষেত্রে। পেটে আলসারও হতে পারে এর থেকে।

4 / 8
পেটে নানা ধরনের অস্বস্তি তৈরি করে চকোলেট। খাদ্য নালীতেও সমস্যা তৈরি হয়। বুক জ্বালা, গলা জ্বালা ভাব তৈরি হয়। সেই সঙ্গে চকোলেট খেলে যে ওজন বাড়ে, তা কারওরই অজানা নয়।

পেটে নানা ধরনের অস্বস্তি তৈরি করে চকোলেট। খাদ্য নালীতেও সমস্যা তৈরি হয়। বুক জ্বালা, গলা জ্বালা ভাব তৈরি হয়। সেই সঙ্গে চকোলেট খেলে যে ওজন বাড়ে, তা কারওরই অজানা নয়।

5 / 8
ওজন বাড়তে থাকলে আগেই চকোলেটকে ডায়েট চার্ট থেকে সরান। চকোলেটে থেকে হাই পটাশিয়াম। কিডনির অসুখও হতে পারে। তাই চকোলেট খাওয়া কমিয়ে ফেলুন একেবারে। তবেই কমবে ওজন।

ওজন বাড়তে থাকলে আগেই চকোলেটকে ডায়েট চার্ট থেকে সরান। চকোলেটে থেকে হাই পটাশিয়াম। কিডনির অসুখও হতে পারে। তাই চকোলেট খাওয়া কমিয়ে ফেলুন একেবারে। তবেই কমবে ওজন।

6 / 8
যে চকোলেট খেতে আপনি এত ভালবাসেন, সেই খাবারই আপনার শরীরের বিভিন্ন ক্ষতি ডেকে আনছে। সেই সঙ্গে আনছে মুখ ভর্তি ব্রণও। তার অন্যতম কারণ, দুধ ছাড়া চকোলেট হয় না। থাকে মাখনও।

যে চকোলেট খেতে আপনি এত ভালবাসেন, সেই খাবারই আপনার শরীরের বিভিন্ন ক্ষতি ডেকে আনছে। সেই সঙ্গে আনছে মুখ ভর্তি ব্রণও। তার অন্যতম কারণ, দুধ ছাড়া চকোলেট হয় না। থাকে মাখনও।

7 / 8
এছাড়াও অতিরিক্ত চকোলেট খেলে ডিহাইড্রেশনের সমস্য়াও হতে পারে। ক্যাফেইনের কারণে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত লবণ বেড়িয়ে যায়। ফলে শরীরে দেখা দেয় ডিহাইড্রেশনের সমস্যা।

এছাড়াও অতিরিক্ত চকোলেট খেলে ডিহাইড্রেশনের সমস্য়াও হতে পারে। ক্যাফেইনের কারণে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত লবণ বেড়িয়ে যায়। ফলে শরীরে দেখা দেয় ডিহাইড্রেশনের সমস্যা।

8 / 8
Follow Us:
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!