TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 27, 2023 | 7:15 AM
যতদিন যাচ্ছে বেড়েই চলেছে ব্লাড সুগারের সমস্যা। ছোট থেকে বড় সকলেই আক্রান্ত হচ্ছেন এই রোগে।
হাইপারগ্লাইসেমিয়াতে আক্রান্ত হওয়ার ফলে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে হৃদরোগ, কিডনির জটিল সমস্যাও আসছে।
শরীরের কিছু সাধারণ লক্ষণেই বোঝা যায় আপনি ডায়েবেটিসে আক্রান্ত কি না। কী সেই সব উপসর্গ? আসুন জেনে নেওয়া যাক...
রক্তে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। রাত ৮ টা থেকে শুরু করে ভোর ৩ টের মধ্যে দেখা কিছু লক্ষণই বলে দেবে যে আপনি ডায়াবেটিক কি না।
রোজ সকালে উঠে গলা শুকিয়ে যায়? ভোরবেলা ঘুম ভেঙে দেখেন গলা শুকিয়ে গিয়েছে? তাহলে বুঝবেন সুগার বাড়ছে।
বারবার টয়লেটে যাওয়া ডায়াবেটিসের সাধারণ লক্ষণ। যদি এই ধরনের ঘটনা আপনার সঙ্গেও ঘটে তবে বিশেষজ্ঞর পরামর্শ নিন।
এছাড়াও সকালে উঠেই যদি গা গুলিয়ে ওঠে, বা বমি-বমি ভাব দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এগুলি হতে পারে ডায়াবেটিস-সহ অন্যান্য রোগের উপসর্গ।
ঘুম থেকে উঠে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসলেও সাবধান! হতে পারে শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস।