Benefits of Neem Leaves: ডায়াবেটিস থেকে ক্যানসার সব থাকবে নিয়ন্ত্রণে এই একটি মাত্র পাতার গুণে
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Updated on: May 14, 2023 | 8:50 AM
Neem Health Benefits: অনিয়ন্ত্রিত, অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য় অনেকেই আলসারে আক্রান্ত হয়। মূলত এইচ পাইলোরি নামক জীবাণুর আক্রমণে এই রোগ হয়।
May 14, 2023 | 8:50 AM
সেই আদিযুগ থেকে রূপচর্চা ও স্বাস্থ্য়ের জন্য ব্যবহার করে আসা হচ্ছে নিমপাতা। শুধু এর পাতাই নয়, নিমডাল, ফল সবেতেই রয়েছে ঔষধি গুণ।
1 / 8
এই জন্যই মায়েরা জোর করে পাতে গুজে দেন নিমপাতা। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আগে বহু বাড়িতে প্রথম পাতে নিমপাতে না খেয়ে অন্য কিছু মুখে তোলা হত না।
2 / 8
ব্লাড সুগার থেকে ক্যানসার সব রুখে দিতে পারে এই বিশেষ পাতা। শুধু তাই নয় আরও একাধিক রোগের সঙ্গে মোকাবিলা করার শক্তি রয়েছে এই পাতার মধ্যে।
3 / 8
যতদিন যাচ্ছে ডায়াবেটিসের সমস্যা। আর জানেন কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে নিমপাতা? এই পাতায় উপস্থিত উপাদান ইনসুলিনকে কাজ করতে সাহায্য করে থাকে। নিয়মিত নিমপাতা খেলে বাগে আনা সম্ভব ডায়াবেটিস।
4 / 8
মানুষের মুখের ভিতর বাসা বাঁধে বহু জীবাণু। যা পরিস্কার না করলে হতে পারে নানান রোগ। নিমপাতায় উপস্থিত জীবাণুনাশক উপাদান এর বিরুদ্ধে লড়াই করে।
5 / 8
যতদিন যাচ্ছে বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। নিমপাতায় উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়। শুধু তাই নয় দেহের মৃত কোষকেও বের করে দিতে সক্ষম এই পাতা।
6 / 8
অনিয়ন্ত্রিত, অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য় অনেকেই আলসারে আক্রান্ত হয়।মূলত এইচ পাইলোরি নামক জীবাণুর আক্রমণে এই রোগ হয়। এই সমস্যা সমাধানে সাহায্য করে নিমপাতা।
7 / 8
ব্রণ, খুশকির সমস্য়া সমাধানের মোক্ষম দাওয়াই কিন্তু নিমপাতা। এই পাতা বেটে ব্রণর উপর লাগালে দূর হবে এই সমস্যা। একই ভাবে স্ক্যাল্পে লাগালে উপকার পাবেন খুশকির সমস্যা থেকে।