AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চোখের রং পাল্টাতে পরে ফেলছেন কনট্যাক্ট লেন্স, কিন্তু সঠিক পদ্ধতি জানেন কি?

Contact Lenses Tips: কালার কনট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে চোখের সৌন্দর্য অনেকটাই বেরে যায়, তা বলতেই পারেন। তবে কালার বা রেগুলার লেন্স ব্য়বহার করলেও এর রয়েছে কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া। সেগুলি একবার দেখে নিন। লেন্সের কারণে কর্নিয়ার জল শুকিয়ে যেতে থাকে। বলতে গলে অশ্রুর মাত্রা ধীরে ধীরে কমতে থাকে।

| Updated on: Feb 18, 2024 | 1:31 PM
Share
আজকাল কোনও বিশেষ দিন হোক কিংবা রোজ, কনট্যাক্ট লেন্সকে বেছে নিয়েছে বহু মানুষ। আধুনিক নারীদের সাজসজ্জায় এখন কনট্যাক্ট লেন্স বেশ ট্রেন্ডিং।

আজকাল কোনও বিশেষ দিন হোক কিংবা রোজ, কনট্যাক্ট লেন্সকে বেছে নিয়েছে বহু মানুষ। আধুনিক নারীদের সাজসজ্জায় এখন কনট্যাক্ট লেন্স বেশ ট্রেন্ডিং।

1 / 8
কালার কনট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে চোখের সৌন্দর্য অনেকটাই বেরে যায়, তা বলতেই পারেন। তবে কালার বা রেগুলার লেন্স ব্য়বহার করলেও এর রয়েছে কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া। সেগুলি একবার দেখে নিন।

কালার কনট্যাক্ট লেন্স ব্যবহারের ক্ষেত্রে চোখের সৌন্দর্য অনেকটাই বেরে যায়, তা বলতেই পারেন। তবে কালার বা রেগুলার লেন্স ব্য়বহার করলেও এর রয়েছে কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া। সেগুলি একবার দেখে নিন।

2 / 8
লেন্সের কারণে কর্নিয়ার জল শুকিয়ে যেতে থাকে। বলতে গলে অশ্রুর মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। কারণ কনট্যাক্ট লেন্স সাধারণত কর্নিয়াজুড়েই অবস্থান করে। আর্দ্র ও নরম রাখার জন্য কর্নিয়া চোখের জল শোষণ করতে থাকে।

লেন্সের কারণে কর্নিয়ার জল শুকিয়ে যেতে থাকে। বলতে গলে অশ্রুর মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। কারণ কনট্যাক্ট লেন্স সাধারণত কর্নিয়াজুড়েই অবস্থান করে। আর্দ্র ও নরম রাখার জন্য কর্নিয়া চোখের জল শোষণ করতে থাকে।

3 / 8
তাই ধীরে ধীরে পর্যাপ্ত পরিমাণে অশ্রু কমতে থাকলে চোখ লাল হয়ে ফুলে যায়। জল শুকিয়ে গেলে চুলকাতে শুরু করে। এর জেরে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

তাই ধীরে ধীরে পর্যাপ্ত পরিমাণে অশ্রু কমতে থাকলে চোখ লাল হয়ে ফুলে যায়। জল শুকিয়ে গেলে চুলকাতে শুরু করে। এর জেরে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

4 / 8
আর চোখকে সুস্থ রাখতে অক্সিজেনের দরকার। কনট্যাক্ট লেন্স চোখের অভ্যন্তরীণে অক্সিজেনে প্রবেশ করতে বাধা দেয়। ফলে কর্নিয়ায় অক্সিজেনের অভাব ঘটে। তাই দীর্ঘক্ষণ লেন্স না পরাই বাঞ্ছনীয়।

আর চোখকে সুস্থ রাখতে অক্সিজেনের দরকার। কনট্যাক্ট লেন্স চোখের অভ্যন্তরীণে অক্সিজেনে প্রবেশ করতে বাধা দেয়। ফলে কর্নিয়ায় অক্সিজেনের অভাব ঘটে। তাই দীর্ঘক্ষণ লেন্স না পরাই বাঞ্ছনীয়।

5 / 8
লেন্স কেনার আগে দেখে নেবেন, লেন্স পরাকালীন চোখের মধ্যে কতটা অক্সিজেন প্রবেশ করছে। তা না হলেই বিপদ। লেন্সে কাজল বা মাস্কারা লেগে গেলে চোখে জ্বালাভাব হবে।

লেন্স কেনার আগে দেখে নেবেন, লেন্স পরাকালীন চোখের মধ্যে কতটা অক্সিজেন প্রবেশ করছে। তা না হলেই বিপদ। লেন্সে কাজল বা মাস্কারা লেগে গেলে চোখে জ্বালাভাব হবে।

6 / 8
আর সেই সব কিছুকে এড়িয়ে চললে মারাত্মক ইনফেকশনও হয়ে যেতে পারে। মেকআপ করার পরে লেন্স পরবেন না। আগে লেন্স পরে তারপরেই মেকআপ করুন।

আর সেই সব কিছুকে এড়িয়ে চললে মারাত্মক ইনফেকশনও হয়ে যেতে পারে। মেকআপ করার পরে লেন্স পরবেন না। আগে লেন্স পরে তারপরেই মেকআপ করুন।

7 / 8
তাই লেন্স পরার সময় মেকআপ কোনওভাবে চোখে ঢুকে গেলে সঙ্গে সঙ্গে লেন্স খুলে ঠান্ডা জলের ঝাপটায় চোখ ধুয়ে নিন। রাতে শোওয়ার সময় অবশ্যই কনট্যাক্ট লেন্স খুলে রাখবেন। লেন্স পরে ঘুমোনোও চলবে না একেবারেই। লেন্স পরে ঘুমিয়ে পড়লে ইনফেকশন হয়ে যেতে পারে চোখে।

তাই লেন্স পরার সময় মেকআপ কোনওভাবে চোখে ঢুকে গেলে সঙ্গে সঙ্গে লেন্স খুলে ঠান্ডা জলের ঝাপটায় চোখ ধুয়ে নিন। রাতে শোওয়ার সময় অবশ্যই কনট্যাক্ট লেন্স খুলে রাখবেন। লেন্স পরে ঘুমোনোও চলবে না একেবারেই। লেন্স পরে ঘুমিয়ে পড়লে ইনফেকশন হয়ে যেতে পারে চোখে।

8 / 8