
গরম পড়তে না পড়তেই ঘেমে স্নান হচ্ছেন। এখন তো তাও পারদ তেমনভাবে চড়েনি। তাহলে ভাবুন তো এপ্রিল, মে মাসে আপনার অবস্থা ঠিক কেমন হবে!

অত্যধিক ঘামছেন। সে গরম হোক কিংবা এসিতে। কোনও কারণ ছাড়াই হঠাৎ করে অতিরিক্ত ঘাম শুরু হলে তা অবহেলা করবেন না। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ঘাম গুরুতর রোগের লক্ষণ হতে পারে।

এমন কিছু রোগ রয়েছে, যা শরীরে বাসা বাঁধলে সব সময় অতিরিক্ত ঘাম হতে থাকে। তার মধ্যেই একটি হল হাইপারহাইড্রোসিস। তাছাড়াও রয়েছে আরও কিছু অসুখ।

হাইপারহাইড্রোসিস এমন একটি রোগ, যাতে শরীর স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ঘামে। এতে সাধারণত হাত, পা, বগল এবং মুখ ঘামতে থাকে।

হাইপারহাইড্রোসিসে, আপনার শরীরের ঘাম গ্রন্থি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এ কারণে আপনি অতিরিক্ত গরম ছাড়াই প্রচুর ঘামতে শুরু করেন।

যখন থাইরয়েড গ্রন্থি কমবেশি হরমোন তৈরি করে, তখন শরীরের বিপাক ক্রিয়া প্রভাবিত হয়, যার ফলে অতিরিক্ত ঘাম হতে পারে। তাই আজ থেকেই সাবধান হোন।

ডায়াবেটিস রোগীদেরও অতিরিক্ত ঘামের সমস্যা দেখা যায়। যখন রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেশি বা কম হয়, তখন শরীর ক্রমশ ঘামতে থাকে।

অতিরিক্ত ঘামের কারণ হৃদরোগও হতে পারে। বিশেষ করে হার্ট অ্যাটাকের একটি সাধারণ লক্ষণ হল হঠাৎ করে শরীর ঘামতে থাকা।