অতিরিক্ত ঘাম হয় আপনার? শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস থেকে থাইরয়েড
Health Tips: গরম পড়তে না পড়তেই ঘেমে স্নান হচ্ছেন। এখন তো তাও পারদ তেমনভাবে চড়েনি। তাহলে ভাবুন তো এপ্রিল, মে মাসে আপনার অবস্থা ঠিক কেমন হবে! অত্যধিক ঘামছেন। সে গরম হোক কিংবা এসিতে। কোনও কারণ ছাড়াই হঠাৎ করে অতিরিক্ত ঘাম শুরু হলে তা অবহেলা করবেন না। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ঘাম গুরুতর রোগের লক্ষণ হতে পারে।