Hugh Jackman: হলিউড অভিনেতার স্কিন ক্যানসার, কেন সানস্ক্রিন মাখার পরামর্শ দিলেন X-Men তারকা?
Skin Cancer: হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান আক্রান্ত হয়েছেন ত্বকের ক্যানসারে। নাকে বাঁধা ব্যান্ডেজ। সেই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা।