Oral Cancer Systems: মুখের ভিতরে সাদা দাগ, জমছে মাংসপিণ্ড? লক্ষণ দেখে চিনুন মারণ রোগ

May 24, 2024 | 3:12 PM

ওরাল ক্যানসার হলে তা মুখের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। ঠোঁট, জিভ, গালের ভিতরের অংশ, মাড়ি, তালু, গলার নীচে- এই সব জায়গাতেই হতে পারে ওরাল ক্যানসার। তাই এর লক্ষণগুলো চিনে রাখা প্রয়োজন।

1 / 8
ওরাল ক্যানসার বা মুখের মধ্যে হওয়া ক্যানসার আক্রান্তের সংখ্যা গোটা বিশ্বের পাশাপাশি বাড়ছে ভারতেও।

ওরাল ক্যানসার বা মুখের মধ্যে হওয়া ক্যানসার আক্রান্তের সংখ্যা গোটা বিশ্বের পাশাপাশি বাড়ছে ভারতেও।

2 / 8
তামাকজাত বিভিন্ন দ্রব্য যেমন সিগারেট, বিড়ি, খৈনি, গুটখা খাওয়ার অভ্যাস এই মারণ রোগ ডেকে আনে।

তামাকজাত বিভিন্ন দ্রব্য যেমন সিগারেট, বিড়ি, খৈনি, গুটখা খাওয়ার অভ্যাস এই মারণ রোগ ডেকে আনে।

3 / 8
তবে তামাকজাত পণ্যের পাশাপাশি মদ্যপানও এই সমস্যা ঘটাতে পারে। ওরাল সেক্স থেকেও এইচপিভি ভাইরাল সংক্রমণের জেরে তা হতে পারে।

তবে তামাকজাত পণ্যের পাশাপাশি মদ্যপানও এই সমস্যা ঘটাতে পারে। ওরাল সেক্স থেকেও এইচপিভি ভাইরাল সংক্রমণের জেরে তা হতে পারে।

4 / 8
ওরাল ক্যানসার হলে তা মুখের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। ঠোঁট, জিভ, গালের ভিতরের অংশ, মাড়ি, তালু, গলার নীচে- এই সব জায়গাতেই হতে পারে ওরাল ক্যানসার। তাই এর লক্ষণগুলো চিনে রাখা প্রয়োজন।

ওরাল ক্যানসার হলে তা মুখের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। ঠোঁট, জিভ, গালের ভিতরের অংশ, মাড়ি, তালু, গলার নীচে- এই সব জায়গাতেই হতে পারে ওরাল ক্যানসার। তাই এর লক্ষণগুলো চিনে রাখা প্রয়োজন।

5 / 8
দীর্ঘদিনের ধূমপায়ীদের অনেকের মুখের ভিতরের অংশ সাদা হয়ে যায়। এ রকম সাদা বা লালছে ছোপে মুখ ভরে গেলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।

দীর্ঘদিনের ধূমপায়ীদের অনেকের মুখের ভিতরের অংশ সাদা হয়ে যায়। এ রকম সাদা বা লালছে ছোপে মুখ ভরে গেলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।

6 / 8
মুখের ভিতর ব্যথাহীন ফোলাও যথেষ্ট চিন্তার কারণ। মুখের ভিতর মাংসপিণ্ড জমতে থাকলে তা নিয়ে সচেতন হতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মুখের ভিতর ব্যথাহীন ফোলাও যথেষ্ট চিন্তার কারণ। মুখের ভিতর মাংসপিণ্ড জমতে থাকলে তা নিয়ে সচেতন হতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

7 / 8
জিভ নাড়াচাড়া করতে অসুবিধা বা কথা বলার সময় কোনও সমস্যা বা হাঁ করতে সংস্যা হলেও বিষয়টি নিয়ে দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন।

জিভ নাড়াচাড়া করতে অসুবিধা বা কথা বলার সময় কোনও সমস্যা বা হাঁ করতে সংস্যা হলেও বিষয়টি নিয়ে দ্রুত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন।

8 / 8
 ঠান্ডা লাগলে বা কোনও ভাইরাল জ্বর হলে গলায় ব্যথা হয়, ঢোক গিলতেও সমস্যা হয়। তবে সেই ব্যথা স্বল্প দিনের। যদি দেখেন দীর্ঘ দিন পরেও এই ব্যথা কমছে না, তা হলে সতর্ক হতে হবে।

ঠান্ডা লাগলে বা কোনও ভাইরাল জ্বর হলে গলায় ব্যথা হয়, ঢোক গিলতেও সমস্যা হয়। তবে সেই ব্যথা স্বল্প দিনের। যদি দেখেন দীর্ঘ দিন পরেও এই ব্যথা কমছে না, তা হলে সতর্ক হতে হবে।

Next Photo Gallery