AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যৌন উত্তেজনা তিন গুণ বাড়িয়ে দেয় এই ফলের রস, রোজ সঙ্গীকে খাওয়ান এক কাপ

Boost Male Power: শীতকাল চলে গেলেও বাজারে এখনও হরেক রকম ফলের সম্ভার রয়েছে। ভাবছেন তো, কী এমন ফল খেলে শরীরের বেশিভাগ রোগ দূরে পালাবে। আর সেই সঙ্গে যৌন ইচ্ছেও বাড়াবে। আর এই ফলের রস খেলে ওষুধের থেকেও দূরে থাকতে হবে। দেখে নিন কোন ফল?

| Updated on: Mar 14, 2024 | 3:00 PM
Share
শীতকাল চলে গেলেও বাজারে এখনও হরেক রকম ফলের সম্ভার রয়েছে। ফলে সেখান থেকেই যদি একটি লাল ফল কিনে আনেন, তাহলে ওষুধের থেকে দূরে থাকতে হবে।

শীতকাল চলে গেলেও বাজারে এখনও হরেক রকম ফলের সম্ভার রয়েছে। ফলে সেখান থেকেই যদি একটি লাল ফল কিনে আনেন, তাহলে ওষুধের থেকে দূরে থাকতে হবে।

1 / 8
ভাবছেন তো, কী এমন ফল খেলে শরীরের বেশিভাগ রোগ দূরে পালাবে। আর সেই সঙ্গে যৌন ইচ্ছেও বাড়াবে। তাহলে বাজার থেকে বেদানা কিনে আনুন।

ভাবছেন তো, কী এমন ফল খেলে শরীরের বেশিভাগ রোগ দূরে পালাবে। আর সেই সঙ্গে যৌন ইচ্ছেও বাড়াবে। তাহলে বাজার থেকে বেদানা কিনে আনুন।

2 / 8
বিভিন্ন রোগ নিরাময়ে বেদানার জুড়ি মেলা ভার। এমনটাই কিন্তু বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বেদানা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া স্বাস্থ্যের সার্বিক উন্নতিও ঘটায়।

বিভিন্ন রোগ নিরাময়ে বেদানার জুড়ি মেলা ভার। এমনটাই কিন্তু বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বেদানা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া স্বাস্থ্যের সার্বিক উন্নতিও ঘটায়।

3 / 8
রোজ যদি একটা করে বেদানা খেতে পারেন, তাহলে শরীরে রক্তের অভাব পূরণ হবে। স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য উপকারী এই ফল।

রোজ যদি একটা করে বেদানা খেতে পারেন, তাহলে শরীরে রক্তের অভাব পূরণ হবে। স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য উপকারী এই ফল।

4 / 8
বিশেষজ্ঞদের মতে, বেদানায় প্রচুর পরিমাণে ফাইবারসহ ভিটামিন K, C ও ভিটামিন B রয়েছে। এছাড়াও রয়েছে আয়রন, পটাশিয়াম, জিঙ্ক ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড।

বিশেষজ্ঞদের মতে, বেদানায় প্রচুর পরিমাণে ফাইবারসহ ভিটামিন K, C ও ভিটামিন B রয়েছে। এছাড়াও রয়েছে আয়রন, পটাশিয়াম, জিঙ্ক ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড।

5 / 8
আর এই সব উপাদান শরীরকে চাঙ্গা রাখতে একান্ত উপকারী। শুধই কিন্তু রস নয়, বেদানার বীজেও রয়েছে প্রচুর গুণাগুণ। ফলে এর শরবত করেও খেতে পারেন।

আর এই সব উপাদান শরীরকে চাঙ্গা রাখতে একান্ত উপকারী। শুধই কিন্তু রস নয়, বেদানার বীজেও রয়েছে প্রচুর গুণাগুণ। ফলে এর শরবত করেও খেতে পারেন।

6 / 8
হৃদরোগের ঝুঁকি এড়াতে পুষ্টি বিশেষজ্ঞরা এই ফল খেতে বলেন। শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে বেদানা। সেই সঙ্গে পুরুষদের যৌন ইচ্ছাশক্তিও বাড়ায়।

হৃদরোগের ঝুঁকি এড়াতে পুষ্টি বিশেষজ্ঞরা এই ফল খেতে বলেন। শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে বেদানা। সেই সঙ্গে পুরুষদের যৌন ইচ্ছাশক্তিও বাড়ায়।

7 / 8
কিন্তু তার জন্য আপনার সঙ্গীকে সঠিক নিয়ম মেনেই এই ফল খাওয়াতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ব্রেকফাস্টের আধ ঘণ্টা আগে অথবা ব্রেকফাস্টের সঙ্গে বেদানা দিন। রস করেও দিতে পারেন।

কিন্তু তার জন্য আপনার সঙ্গীকে সঠিক নিয়ম মেনেই এই ফল খাওয়াতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ব্রেকফাস্টের আধ ঘণ্টা আগে অথবা ব্রেকফাস্টের সঙ্গে বেদানা দিন। রস করেও দিতে পারেন।

8 / 8