Weight Loss Diet: ডাল-ভাত-আলু সেদ্ধ খেলেও বাড়তে পারে ওজন, সাবধান!
megha |
Mar 16, 2024 | 2:25 PM
Food to Avoid for Calories Burn: বাড়ির তৈরি সব খাবারই খাওয়া যায়। এতে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না। কম তেল রান্না, অতিরিক্ত মশলাদার ও ফ্যাট যুক্ত খাবার এড়িয়ে চলার মতো টিপস মানলেই ওজন কমানো যায়। কিন্তু অনেক সময় স্বাস্থ্যকর খাবারও আপনার ওজন কমানো পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
1 / 8
ডায়েট ছাড়া কীভাবে ওজন কমাবেন? গুগলে এর উত্তর ওয়ার্কআউট ছাড়া আর কিছু বেরোবে না। মেদ ঝরাতে গেলে শরীরচর্চার পাশাপাশি জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে হয়। এরপর বাড়ির খাবার খেয়েই ওজন কমাতে পারবেন।
2 / 8
বাড়ির তৈরি সব খাবারই খাওয়া যায়। এতে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে না। পাশাপাশি রক্তচাপ, কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনাও কম। কিন্তু অনেক সময় স্বাস্থ্যকর খাবারও আপনার ওজন কমানো পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
3 / 8
কম তেল রান্না, অতিরিক্ত মশলাদার ও ফ্যাট যুক্ত খাবার এড়িয়ে চলার মতো টিপস মানলেও ওজন কমানোর পথে বাধা হতে পারে সাধারণ খাবার। কোন-কোন খাবার একসঙ্গে খেলে ওজন বাড়তে পারে, এক ঝলকে দেখে নিন।
4 / 8
আলু সেদ্ধ-ভাত প্রিয়? ওজন কমাতে গেলে এই খাবার খাওয়া চলবে না। ভাতের মধ্যে উচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। আলুর মধ্যেও স্টার্চের পরিমাণ বেশি। তাই আলু ও ভাত একসঙ্গে খেলে ওজন বাড়তে পারে।
5 / 8
সাদা পাউরুটি কখনওই স্বাস্থ্যের জন্য উপকারী নয়। বরং, এই খাবার ওজন বাড়ানোর পাশাপাশি ডায়াবেটিস, হৃদরোগের মতো রোগ ডেকে আনে। আবার যদি এর সঙ্গে ফ্লেভার যুক্ত দই খান, তাহলেই বিপদ। এই ধরনের দইয়ের মধ্যে উচ্চ পরিমাণ চিনি রয়েছে, যা ওজন বাড়ায়।
6 / 8
ডাল ও চিকেন দুটোই স্বাস্থ্যকর ও প্রোটিনে ভরপুর খাবার। অনেক সময় এই দুই খাবার একসঙ্গে খাওয়া হয়। এই ভুল ওজন কমানোর ক্ষেত্রে করবেন না। তাছাড়া অত্যধিক মাত্রায় প্রোটিন খেলে হজমের গোলমাল হতে পারে।
7 / 8
দুধ পুষ্টিকর খাবার। এমনকি কলার মতো সুপারফুডও কম রয়েছে। কিন্তু, দুধ ও কলা একসঙ্গে খেলে ওজন বাড়বে। পাশাপাশি হজমের সমস্যা দেখা দিতে পারে। অন্তত ৩০ মিনিটের ব্যবধানে এই দুই খাবার খান।
8 / 8
কেক, বিস্কুট, কুকিজ, পপকর্নের মতো প্রক্রিয়াজাত স্ন্যাকস স্বাস্থ্যের জন্য ভাল নয়। আবার এর সঙ্গে যদি চিনি দেওয়া পানীয় বা সফট ড্রিংক্স খান, তাহলেই বিপদ। প্রক্রিয়াজাত স্ন্যাকসের সঙ্গে পানীয় খেলে ওজন বাড়তে বাধ্য। পাশাপাশি দেখা দিতে শরীরে হাজারো সমস্যা।