Pre-COVID Tourism: করোনার আগে কেমন ছিল ঘুরতে যাওয়ার এই জায়গাগুলো, দেখে নিন এক নজরে…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Sep 27, 2021 | 7:24 AM

পর্যটকদের জন্য কোভিড একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছিল। মানুষ একটানা বেশিদিন বাড়িতে থাকতে পারতো না। সেখানে তাকে সেটাই অভ্যেস করে নিতে হয়েছিল। এক নজরে দেখে নিন কোভিডের আগে এই ঘোরার জায়গাগুলো কেমন ছিল...

1 / 6
থাইল্যান্ড: চন বুড়ি একটি থাইল্যান্ডের একটি প্রদেশ যা সারা বিশ্বের ফটোগ্রাফারদের আকর্ষণ করে। যদিও এটি চীনের করমোরেন্ট মাছ ধরার মতো বিখ্যাত নয়, তবে এই জায়গাটির মধ্যে একটা অন্য ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ছিল যা কোভিডের সময় বেশ কিছুটা নষ্ট হয়ে গেছে।

থাইল্যান্ড: চন বুড়ি একটি থাইল্যান্ডের একটি প্রদেশ যা সারা বিশ্বের ফটোগ্রাফারদের আকর্ষণ করে। যদিও এটি চীনের করমোরেন্ট মাছ ধরার মতো বিখ্যাত নয়, তবে এই জায়গাটির মধ্যে একটা অন্য ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ছিল যা কোভিডের সময় বেশ কিছুটা নষ্ট হয়ে গেছে।

2 / 6
ভারতের উৎসব: ভারতে উৎসবগুলি সারা পৃথিবী জুড়ে সুবিখ্যাত।  কেরালার এই প্রাক-কোভিড ছবিটি দেখুন। একটি হোয়িয়াম নৃত্যশিল্পী এবং পুরোহিতের ফ্রেমে থাকা সেই অবিস্মরণীয় শটগুলির মধ্যে একটি যা আপনাকে কিছু সময়ের জন্য নস্টালজিক করে দেবে।

ভারতের উৎসব: ভারতে উৎসবগুলি সারা পৃথিবী জুড়ে সুবিখ্যাত। কেরালার এই প্রাক-কোভিড ছবিটি দেখুন। একটি হোয়িয়াম নৃত্যশিল্পী এবং পুরোহিতের ফ্রেমে থাকা সেই অবিস্মরণীয় শটগুলির মধ্যে একটি যা আপনাকে কিছু সময়ের জন্য নস্টালজিক করে দেবে।

3 / 6
বালি: এটি দেখতে একঘেয়েমি মনে হতে পারে, তবে বালিতে অবাধে ঘোরার সময় আপনি প্রকৃতির অনেকটা কাছাকাছি চলে আসেন। কোভিডের পর আশা করা যায় আবার সেই দিনগুলো ফিরে আসবে।

বালি: এটি দেখতে একঘেয়েমি মনে হতে পারে, তবে বালিতে অবাধে ঘোরার সময় আপনি প্রকৃতির অনেকটা কাছাকাছি চলে আসেন। কোভিডের পর আশা করা যায় আবার সেই দিনগুলো ফিরে আসবে।

4 / 6
ইরানের উষ্ণ সৌন্দর্য: ইরানের নাসির আল-মুলক মসজিদ একটা অনন্য সুন্দর আকর্ষণ। এছাড়াও, ইরানের অসাধারণ সুন্দর শহরগুলি আমাদের মন ভাল করে দিতে পারে।

ইরানের উষ্ণ সৌন্দর্য: ইরানের নাসির আল-মুলক মসজিদ একটা অনন্য সুন্দর আকর্ষণ। এছাড়াও, ইরানের অসাধারণ সুন্দর শহরগুলি আমাদের মন ভাল করে দিতে পারে।

5 / 6
হাভানা: হাভানার দ্বীপ থেকে শুরু করে এখানকার বিশেষ কিছু খাবার পর্যটকদের জন্য সব সময় হৃদয়গ্রাহী হয়ে এসেছে। সেই হাভানা কোভিডের সময় পর্যটকশূন্য হয়ে গেছিল। যদিও, আস্তে আস্তে সেই বাধা বিপত্তি কাটিয়ে উঠছে হাভানা।

হাভানা: হাভানার দ্বীপ থেকে শুরু করে এখানকার বিশেষ কিছু খাবার পর্যটকদের জন্য সব সময় হৃদয়গ্রাহী হয়ে এসেছে। সেই হাভানা কোভিডের সময় পর্যটকশূন্য হয়ে গেছিল। যদিও, আস্তে আস্তে সেই বাধা বিপত্তি কাটিয়ে উঠছে হাভানা।

6 / 6
প্রাক-কোভিডের হিমালয়: হিমালয়ের মত অত্যাশ্চর্য পর্বতশ্রেণী পৃথিবীতে আর কোথাও সম্ভবত নেই। লাদাখের প্রত্যন্ত প্যাংগং হ্রদ থেকে হিমালয়ের যে দৃশ্য দেখা যায় তা আমাদের রীতিমতো অবাক করে দিতে পারে। হিমালয়ের পাশাপাশি জায়গাগুলিতে পর্যটন আস্তে আস্তে চালু করা হচ্ছে।

প্রাক-কোভিডের হিমালয়: হিমালয়ের মত অত্যাশ্চর্য পর্বতশ্রেণী পৃথিবীতে আর কোথাও সম্ভবত নেই। লাদাখের প্রত্যন্ত প্যাংগং হ্রদ থেকে হিমালয়ের যে দৃশ্য দেখা যায় তা আমাদের রীতিমতো অবাক করে দিতে পারে। হিমালয়ের পাশাপাশি জায়গাগুলিতে পর্যটন আস্তে আস্তে চালু করা হচ্ছে।

Next Photo Gallery