TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার
Sep 17, 2021 | 11:07 AM
পাতিপুকুর আন্ডারপাসে হাইটবার ভেঙে বিপত্তি ঘটল। বৃহস্পতিবার রাতে রেল ব্রিজের তলায় থাকা এই হাইটবার কোনও ট্রাক বা লরির ধাক্কায় ভেঙে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান।
শুক্রবার সকাল থেকে এলাকায় গার্ডওয়াল লাগিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। এদিন সকালে ধীর গতি আন্ডার পাস ধরে যান চলাচল করলেও, বেলা বাড়তেই যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।
পাতিপুকুর আন্ডারপাসে বেলগাছিয়ার দিক থেকে লেকটাউন আসার রাস্তায় রেল ব্রিজের নিচের এই হাইটবারটি বৃহস্পতিবার রাতে ভেঙে যায়।
রাস্তার একটা অংশের উপরে পড়ে যায় ভেঙে পড়া হাইটবারটি। মনে করা হচ্ছে, রাতে বড় লরি যাওয়ার সময় এই হাইটবারে আটকে গিয়ে তা ভেঙে যায়। স্থানীয়দের বক্তব্য, যত তাড়াতাড়ি সম্ভব এই পড়ে থাকা হাইটবারটি সরাতে হবে। না হলে বড়সড় বিপত্তি ঘটতে পারে। সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ পুলিশের লোকজন এসে ঘটনাস্থল দেখে গিয়েছে। অনেকের সঙ্গে কথাও বলেছে।
পুলিশ মনে করছে গভীর রাত বা ভোরের দিকে এই ঘটনা ঘটে থাকতে পারে। কোনও লরিতে ধাক্কা লেগে থাকতে পারে। তবে পুরোপুরি ভেঙে পড়াতেই স্বস্তি বলছেন এলাকার লোকজন। তাদের কথায়, যদি কোনও ভাবে এই হাইটবার গাড়ির ধাক্কায় আলগা হয়ে যেত এবং পরে তা ভেঙে পড়ত তা হলে জীবনহানি পর্যন্ত হতে পারত।
তবে যত তাড়াতাড়ি সম্ভব এই ভাঙা হাইটবার তুলে নিয়ে যাক পুলিশ, দাবি এলাকার লোকজনের। না হলে গাড়ির গতি যত বাড়বে বিপদের আশঙ্কাও তত বাড়বে। কোনও ভাবে রাস্তার মাঝে পড়ে থাকা এই হাইটবার নজর এড়িয়ে গেলে বড়সড় দুর্ঘটনায় পড়তে হতে পারে পথযাত্রীদের।
এমনিতেই পাতিপুকুর আন্ডারপাসে জমা জলের যন্ত্রণা দীর্ঘদিনের। সামান্য বৃষ্টিতেই জল জমে যায় এখানে। টানা বৃষ্টিতে কিছুদিন আগেই বাসের মাথাটুকু খালি দেখা যাচ্ছিল। বার বার প্রশাসনকে জানিয়েও কাজ হয় না বলেই অভিযোগ।