রণবীর কাপুর- রণবীর ভক্তরা এতক্ষণে ভাবছিলেন, তালিকায় রণবীরের নাম কোথায়! তবে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি। পাঁচ নম্বর নামটি রয়েছে তাঁরই। সদ্য ব্রহ্মাস্ত্র ছবিতে অভিনয় করেন রণবীর।
তাঁর কথায় তিনি আগামী একটা বছর সমস্ত কাজ থেকে দূরে থাকতে চান। সন্তানের সঙ্গে সময় কাটাতে চান। তারপরই তিনি আবারও ফিরবেন সেটে। ফলে আলিয়া ভক্তদের বেশ মন খারাপ।
মহাকালের মন্দিরে তাঁদের ঢুকে বাধা দেয় বজরং দলের আন্দোলনকারীরা। এর কারণ, ২০১১ সালে করা রণবীরের একটি মন্তব্য। রণবীর বলেছিলেন, তিনি গরুর মাংস খেতে ভালবাসেন, গরুর মাংস খাওয়া ভাল। অভিনেতার মুখে এই কথা শুনে ক্ষিপ্ত ছিলেন শিব ও গোমাতার আরাধকরা। তাঁদের লাঠি চার্জ করে বের করে স্থানীয় পুলিশ। রণবীর-আলিয়া মহাকালের মন্দিরে প্রবেশও করতে পারেননি। কেবল পুজো দিয়েছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। জানিয়েছেন প্রধান পুরোহিত।
এছাড়াও রণবীরের জীবনে বিতর্ক আছে। নিউ ইয়র্কের রাস্তায় তাঁকে ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে একসঙ্গে ধূমপান করতে দেখা যায়। ভাইরাল হয় সেই ছবি। অনেকেই সেই সময় ভেবেছিলেন মাহিরার সঙ্গে সম্পর্কে আছেন রণবীর। কেননা, তাঁদের দুবাইয়েও দেখা যায় একসঙ্গে। মাহিরার পিঠে লাভবাইটও দেখেন প্রত্যক্ষদর্শীরা। (ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।)
বলিউডে অন্যতম আলোচিত লাভ বার্ডস ছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। ২০০৯ সালে তাঁদের ব্রেকআপ হয়। এর কারণ হিসেবে উঠে আসে, রণবীর নাকি দীপিকাকে ঠকিয়েছিলেন। সে সময় নাকি তাঁর 'রাজনীতি' ছবির সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে লুকিয়ে প্রেম শুরু হয়েছিল। এই ঘটনার জেরে আজ পর্যন্ত দীপিকা-ক্যাটরিনার সম্পর্ক ভাল নয়।
রণবীর-আলিয়া- রণবীর কাপুর ও আলিয়া ভাটের বেডরুম সিক্রেট নিজেই ফাঁস করেছিলেন কাপুরসন। তাঁর কথায় আলিয়া এমনভাবে ঘুমোন যে একটা সময়ের পর বিছানার কোণে স্থান হয় রণবীর কাপুরের।