১৯৭৭ সালের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ঐতিহাসিক টেস্ট সিরিজের আগে মাঠে এলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। মহারানিকে দেখে নিজেকে আটকে রাখতে পারেননি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডেনিস লিলি। ভেঙে ফেলেছিলেন প্রটোকল।(ছবি:টুইটার)
রানিকে সামনে পেয়ে একটি পেন ও খাতা এগিয়ে দেন লিলি। চারিদিকে মিডিয়া, অনুষ্ঠানের সম্প্রচার হবে টিভিতে। এত মানুষের মাঝে অটোগ্রাফের অনুরোধে অস্বস্তিতে পড়ে যান কুইন।(ছবি:টুইটার)
একগাদা লোকের মাঝে সেলিব্রিটিদের মতো অটোগ্রাফ বিলোনো ব্রিটেনের রানিকে শোভা পায় না। এমনটা করলে প্রটোকল ভাঙতে হয় রানি দ্বিতীয় এলিজাবেথকে। স্বাভাবিকভাবেই অজি বোলারের অনুরোধ রাখতে পারেননি তিনি।(ছবি:টুইটার)
এরপরের ঘটনা সপ্তাহখানেক পরের। লিলি ততদিনে ভুলেই গিয়েছেন ওই ঘটনার কথা। হঠাৎই শুনলেন, তাঁর খোঁজ করছে রাজ পরিবারের দূত। তিনি এসে ধরিয়ে দিয়ে গেলেন রানির পাঠানো একটি খাম।(ছবি:টুইটার)
খাম খুলতেই চক্ষু চড়কগাছ। নিজের একটি ছবি পাঠিয়েছেন হার ম্যাজেস্টি দ্য কুইন। তার এক কোনায় জ্বলজ্বল করছে ব্রিটেনের রানির করা সই। সেদিন সর্বসমক্ষে লিলি-র অনুরোধ না রাখতে পারলেও ঘটনার কথা ভোলেননি তিনি।(ছবি:টুইটার)
ওই ঘটনার কথা বায়োগ্রাফিতে উল্লেখ করেছিলেন ডেনিস লিলি। ৯৬ বছর বয়সে রানির প্রয়াণের পর সেই কিসসা আবার লোকমুখে ফিরছে।(ছবি:টুইটার)