Bangla NewsPhoto gallery If Queen Elizabeth II could not give autograph she sent her own photo to cricketers
Queen and Cricket: কুইনের ময়দানি কিস্সা, ক্রিকেটারকে পাঠিয়েছিলেন নিজের ছবি!
১৯৭৭ সালের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ঐতিহাসিক টেস্ট সিরিজের আগে মাঠে এলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। মহারানিকে দেখে নিজেকে আটকে রাখতে পারেননি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডেনিস লিলি। ভেঙে ফেলেছিলেন প্রটোকল।