TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jan 18, 2023 | 8:21 PM
ফাইল চিত্র
তবে কোথায় প্রচার? কোথায় গোটা পাঠান টিম? ছবি মুক্তির আর মাত্র ৬ দিন বাকি, অথচ দেখা মিলছে না পাঠান ছবির কোনও প্রকার প্রচারেরই। কারণ কী! বিটাউন সূত্রে এবার খবর এল সামনে।
কেবল আরিয়ান খানের কেসই নয়। উল্টে শাহরুখ খানের ছবি নিয়ে সাম্প্রতিককালে যা-যা ঘটেছে, তা এড়িয়ে যেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ খান।
২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান। তবে কোনও শাহরুখ খানের সাক্ষাৎকার করা যাবে না এই ছবির মুক্তিকে কেন্দ্র করে। তা একপ্রকার স্পষ্ট।