Pink Trumpets: গোলাপি গাছের ছাতার নীচে গোলাপি ফুলের কার্পেট, বিদেশ নয়, ছবিগুলি ভারতেরই

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 18, 2023 | 7:09 PM

Pink Trumpets started to blossom in Bengaluru: রাজস্থানের জয়পুর শহর নয়, এটি ভারতের আরও এক 'পিঙ্ক সিটি'।

1 / 8
গোলাপি পাথরের বিভিন্ন ইমারতের দৌলতে ভারতের 'পিঙ্ক সিটি' বা 'গোলাপি শহরের' খেতাব রয়েছে রাজস্থানের জয়পুর শহরের দখলে। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারতের আরও এক শহরের 'গোলাপি' ছবি।

গোলাপি পাথরের বিভিন্ন ইমারতের দৌলতে ভারতের 'পিঙ্ক সিটি' বা 'গোলাপি শহরের' খেতাব রয়েছে রাজস্থানের জয়পুর শহরের দখলে। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারতের আরও এক শহরের 'গোলাপি' ছবি।

2 / 8
রাস্তার দুই পাশে গাছগুলি ঢেকে গিয়েছে গোলাপি ফুলে। গাছ থেকে ঝরে পড়ে রাস্তাগুলিও রেঙে উঠেছে গোলাপি রঙে। দেখে অনেকেরই মনে আসতে পারে, চেরি ফুলে আবৃত জাপান বা দক্ষিণ কোরিয়ার কথা।

রাস্তার দুই পাশে গাছগুলি ঢেকে গিয়েছে গোলাপি ফুলে। গাছ থেকে ঝরে পড়ে রাস্তাগুলিও রেঙে উঠেছে গোলাপি রঙে। দেখে অনেকেরই মনে আসতে পারে, চেরি ফুলে আবৃত জাপান বা দক্ষিণ কোরিয়ার কথা।

3 / 8
শুনতে অবিশ্বাস্য লাগলেও, এই ছবি ভারতের 'গার্ডেন সিটি' নামে পরিচিত বেঙ্গালুরু। এই শহর এখন গোলাপি ফুলে সেজে উঠেছে। গোলাপী ফুলে ঢাকা বিশালাকার গাছগুলির ছবি দেখলে মনে হবে এ যেন এক আশ্চর্য জগৎ।

শুনতে অবিশ্বাস্য লাগলেও, এই ছবি ভারতের 'গার্ডেন সিটি' নামে পরিচিত বেঙ্গালুরু। এই শহর এখন গোলাপি ফুলে সেজে উঠেছে। গোলাপী ফুলে ঢাকা বিশালাকার গাছগুলির ছবি দেখলে মনে হবে এ যেন এক আশ্চর্য জগৎ।

4 / 8
সম্প্রতি কর্নাটক পর্যটন বিভাগের পক্ষ থেকে শহরের আইটি হাব হিসেবে পরিচিত র হোয়াইটফিল্ড এলার কয়েকটি ছবি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। রাস্তায় উপর গোলাপি ফুলের কার্পেটের উপর দিয়ে মানুষ ও যানবাহন চলার ছবিগুলি দেখলে মনে হয় যেন চিত্রকর্ম, হাতে আঁকা।

সম্প্রতি কর্নাটক পর্যটন বিভাগের পক্ষ থেকে শহরের আইটি হাব হিসেবে পরিচিত র হোয়াইটফিল্ড এলার কয়েকটি ছবি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। রাস্তায় উপর গোলাপি ফুলের কার্পেটের উপর দিয়ে মানুষ ও যানবাহন চলার ছবিগুলি দেখলে মনে হয় যেন চিত্রকর্ম, হাতে আঁকা।

5 / 8
এই গোলাপি ফুলের গাছগুলির নাম 'দ্য পিঙ্ক ট্রাম্পেটস' বা 'তাবেবুইয়া অ্যাভেলানেদা'। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে  বেঙ্গালুরুতে এই ফুলগুলি ফুটতে শুরু করেছে। বছরের এই সময়টা বেঙ্গালুরুর বিস্তীর্ণ অংশ সম্পূর্ণ গোলাপি হয়ে যায়।

এই গোলাপি ফুলের গাছগুলির নাম 'দ্য পিঙ্ক ট্রাম্পেটস' বা 'তাবেবুইয়া অ্যাভেলানেদা'। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে বেঙ্গালুরুতে এই ফুলগুলি ফুটতে শুরু করেছে। বছরের এই সময়টা বেঙ্গালুরুর বিস্তীর্ণ অংশ সম্পূর্ণ গোলাপি হয়ে যায়।

6 / 8
বেঙ্গালুরুবাসী অবশ্য জানিয়েছে, এবার গোলাপি ফুল ফুটেছে বেশ তাড়াতাড়ি। সাধারণত পিঙ্ক ট্রাম্পেট এবং জ্যাকারান্ডা গাছগুলির ফুলের সাজের পূর্ণ মহিমা দেখা যায় মার্চের শেষের দিক থেকে এপ্রিলের শুরু পর্যন্ত।

বেঙ্গালুরুবাসী অবশ্য জানিয়েছে, এবার গোলাপি ফুল ফুটেছে বেশ তাড়াতাড়ি। সাধারণত পিঙ্ক ট্রাম্পেট এবং জ্যাকারান্ডা গাছগুলির ফুলের সাজের পূর্ণ মহিমা দেখা যায় মার্চের শেষের দিক থেকে এপ্রিলের শুরু পর্যন্ত।

7 / 8
উদ্ভিদ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গাছগুলি অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়, প্রায় ৩০ মিটার পর্যন্ত লম্বা হয়। সাধারণত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল - এই চার মাস গাছগুলিতে ফুল ধরে।

উদ্ভিদ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গাছগুলি অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায়, প্রায় ৩০ মিটার পর্যন্ত লম্বা হয়। সাধারণত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল - এই চার মাস গাছগুলিতে ফুল ধরে।

8 / 8
এই ফুলের গাছগুলি প্রকৃতপক্ষে মধ্য আমেরিকার গাছ। ব্রিটিশ আমলে এবং স্বাধীনতা পরবর্তী সময়েও বেঙ্গালুরুর সবুজয়ানের অংশ হিসাবে  এই গাছগুলি লাগানো হয়েছিল।

এই ফুলের গাছগুলি প্রকৃতপক্ষে মধ্য আমেরিকার গাছ। ব্রিটিশ আমলে এবং স্বাধীনতা পরবর্তী সময়েও বেঙ্গালুরুর সবুজয়ানের অংশ হিসাবে এই গাছগুলি লাগানো হয়েছিল।

Next Photo Gallery