Orange for Skin: এই উপায়ে বানিয়ে নিন কমলালেবুর খোসার গুঁড়ো, সারা বছর ব্যবহার করতে পারবেন

TV9 Bangla Digital | Edited By: megha

Jan 18, 2023 | 6:11 PM

Healthy Skin: রূপচর্চা জগতেও কমলালেবুর বিকল্প খুঁজে পাওয়া কঠিন। ত্বকের যত্ন নিতে কমলালেবুকে আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন।

1 / 7
শীত মানেই বাজার ভরে ওঠে কমলালেবুতে। এখন নিশ্চয়ই রোজ একটা করে কমলালেবু খাচ্ছেন। কিন্তু কমলালেবুর খোসা ফেলে দেবেন না। কমলালেবুর খোসা দিয়ে রূপচর্চা সেরে নিন।

শীত মানেই বাজার ভরে ওঠে কমলালেবুতে। এখন নিশ্চয়ই রোজ একটা করে কমলালেবু খাচ্ছেন। কিন্তু কমলালেবুর খোসা ফেলে দেবেন না। কমলালেবুর খোসা দিয়ে রূপচর্চা সেরে নিন।

2 / 7
রূপচর্চা জগতেও কমলালেবুর বিকল্প খুঁজে পাওয়া কঠিন। ত্বকের যত্ন নিতে কমলালেবুকে আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারবেন। তবে কমলালেবুর রসের বদলে ত্বকের জন্য কমলালেবুর খোসা বেশি উপকারী।

রূপচর্চা জগতেও কমলালেবুর বিকল্প খুঁজে পাওয়া কঠিন। ত্বকের যত্ন নিতে কমলালেবুকে আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারবেন। তবে কমলালেবুর রসের বদলে ত্বকের জন্য কমলালেবুর খোসা বেশি উপকারী।

3 / 7
রোদে কমলালেবুর খোসাগুলো শুকনো করে নিন। এবার এই শুকনো কমলালেবুর খোসাগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এই কমলালেবুর খোসা গুঁড়ো এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দিন, সারাবছর ব্যবহার করতে পারেন।

রোদে কমলালেবুর খোসাগুলো শুকনো করে নিন। এবার এই শুকনো কমলালেবুর খোসাগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এই কমলালেবুর খোসা গুঁড়ো এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দিন, সারাবছর ব্যবহার করতে পারেন।

4 / 7
ওপেন পোরসের সমস্যা দূর করে কমলালেবুর খোসা। ওপেন পোরসের কারণে ব্রণর সমস্যা বাড়ে। কমলালেবুর খোসার গুঁড়োয় গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর হালকা হাতে স্ক্রাব করুন। এতে রোমকূপ পরিষ্কার হয়ে যাবে।

ওপেন পোরসের সমস্যা দূর করে কমলালেবুর খোসা। ওপেন পোরসের কারণে ব্রণর সমস্যা বাড়ে। কমলালেবুর খোসার গুঁড়োয় গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর হালকা হাতে স্ক্রাব করুন। এতে রোমকূপ পরিষ্কার হয়ে যাবে।

5 / 7
কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে বেসন মিশিয়ে নিন। এতে সামান্য দুধ মিশিয়ে ত্বকে লাগান। আপনি হাতে, পায়েও লাগাতে পারেন। এই স্ক্রাব ট্যান দূর করে দেবে। স্নানের আগে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে বেসন মিশিয়ে নিন। এতে সামান্য দুধ মিশিয়ে ত্বকে লাগান। আপনি হাতে, পায়েও লাগাতে পারেন। এই স্ক্রাব ট্যান দূর করে দেবে। স্নানের আগে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

6 / 7
মৃত কোষ দূর করতে কমলালেবুর খোসার স্ক্রাব ব্যবহার করতে পারেন। ২ চামচ কমলালেবুর খোসার গুঁড়ো নিন। এতে ১ চামচ কফি পাউডার মিশিয়ে নিন। এতে প্রয়োজনীয় অ্যালোভেরা জেল আর কাঁচা দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এটি আপনি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।

মৃত কোষ দূর করতে কমলালেবুর খোসার স্ক্রাব ব্যবহার করতে পারেন। ২ চামচ কমলালেবুর খোসার গুঁড়ো নিন। এতে ১ চামচ কফি পাউডার মিশিয়ে নিন। এতে প্রয়োজনীয় অ্যালোভেরা জেল আর কাঁচা দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এটি আপনি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন।

7 / 7
কমলালেবুর রসও ব্যবহার করতে পারেন। কমলালেবুর রসের সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে নিন। তুলোর বলের সাহায্যে এই মিশ্রণটি ত্বকে লাগাতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ব্রণর সমস্যা কমবে।

কমলালেবুর রসও ব্যবহার করতে পারেন। কমলালেবুর রসের সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে নিন। তুলোর বলের সাহায্যে এই মিশ্রণটি ত্বকে লাগাতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ব্রণর সমস্যা কমবে।

Next Photo Gallery