ক্রিকেটারদের নিয়ে মাতামাতি ২২ গজের ইতিহাসে নতুন নয়। পছন্দের ক্রিকেটারদের জন্য একাধিক পাগলামি করে থাকে ফ্যানেরা। ছবি: টুইটার
বিগত কিছু বছর সেঞ্চুরির ভাটা পড়েছিল বিরাট কোহলির ব্যাটে। বিরাট আর আগের ফর্মে ফিরতে পারবেন না, এই নিয়ে কাঁটা ছেড়া শুরু হয়েছিল বিভিন্ন মহলে। ছবি: টুইটার
গত বছর এশিয়া কাপে শতরান করে ফর্মে ফেরেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি আসে বিরাটের ব্যাটে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও শতরান করেন বিরাট। ছবি: টুইটার
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বিরাটের এক অন্ধ ফ্যান শপথ নেন বিরাট যতদিন না ৭১তম সেঞ্চুরি করছেন ততদিন বিয়ে করবেন না তিনি। ছবি: টুইটার
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচে হাতে প্ল্যাকার্ড নিয়ে দেখা গিয়েছিল আমন আগারওয়াল নামে এই ফ্যানকে। ছবি: টুইটার
প্ল্যাকার্ডে লেখা ছিল, "বিরাট যতদিন না তাঁর ৭তম সেঞ্চুরি করছেন, ততদিন আমি বিয়ে করব না।" ছবি: টুইটার
গত ১৫ জানুয়ারি বিয়ে করেছেন আমন। আর ওইদিনই বিরাটের কেরিয়ারে ৭৪ তম শতরান আসে। ছবি: টুইটার
বিয়ের পোশাকে টিভির সামনে দাঁড়িয়ে বিরাটের শতরানের মুহূর্ত উদযাপন করেন আমন। ইতিমধ্যেই তার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি: টুইটার