Shubman Gill: ২০৮ রানের ইনিংসে রেকর্ডের ফুলঝুরি, গিলের পিছনে রইলেন সচিন-বিরাট
Shubman Gill's Double Century: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম ওডিআই ম্যাচে ব্যাটে আগুন ঝরালেন ভারতের তরুণ ওপেনিং ব্যাটার শুভমন গিল। ২০৮ রানের দুর্ধর্ষ ইনিংসে সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলিকে পিছনে ফেললেন গিল। একইসঙ্গে গিলের ব্যাটে ভাঙল কয়েকটি রেকর্ড।