AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dry Skin Care: ড্রাই স্কিনকে বলুন টা টা, বাই বাই, ৬টি সহজ উপায়ে ত্বক বানান মাখনের মতো নরম

Dry Skin Care in Summer: শুষ্ক ত্বক কারই বা ভালো লাগে! প্রত্যেক ব্যক্তির ত্বক একে অপরের থেকে আলাদা হয়। কারও হয় তৈলাক্ত, কারও আবার নর্ম্যাল। কোনও কোনও ব্যক্তির ত্বক আবার হয় সংবেদনশীল। আবার কারও কারও ত্বক ভীষণ শুষ্ক। যেহেতু ত্বকের ধরন আলাদা আলাদা হয়, তাই প্রত্যেকের ত্বকের যত্ন নেওয়ার ধরনও আলাদা হয়। এক ঝলকে জেনে নিন শুষ্ক ত্বকের যত্ন কীভাবে নেবেন।

| Updated on: May 17, 2025 | 1:23 PM
প্রত্যেক ব্যক্তির ত্বক একে অপরের থেকে আলাদা হয়। কারও হয় তৈলাক্ত, কারও আবার নর্ম্যাল। কোনও কোনও ব্যক্তির ত্বক আবার হয় সংবেদনশীল। আবার কারও কারও ত্বক ভীষণ শুষ্ক। যেহেতু ত্বকের ধরন আলাদা আলাদা হয়, তাই প্রত্যেকের ত্বকের যত্ন নেওয়ার ধরনও আলাদা হয়। (Pic Credit - Freepik)

প্রত্যেক ব্যক্তির ত্বক একে অপরের থেকে আলাদা হয়। কারও হয় তৈলাক্ত, কারও আবার নর্ম্যাল। কোনও কোনও ব্যক্তির ত্বক আবার হয় সংবেদনশীল। আবার কারও কারও ত্বক ভীষণ শুষ্ক। যেহেতু ত্বকের ধরন আলাদা আলাদা হয়, তাই প্রত্যেকের ত্বকের যত্ন নেওয়ার ধরনও আলাদা হয়। (Pic Credit - Freepik)

1 / 8
শুষ্ক ত্বক হলে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন - বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার এড়িয়ে চলতে হবে। গরম জলে স্নান করা চলবে না, এমনটা করলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকের যত্ন না নিলে অনেক সময় ত্বকে দাগ, ফাটল, ক্ষতর মতো সমস্যা দেখা দেয়। তাই শুষ্ক ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। কীভাবে নেবেন ড্রাই স্কিনের যত্ন, নিম্নে আলোচনা করা হল। (Pic Credit - Freepik)

শুষ্ক ত্বক হলে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন - বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার এড়িয়ে চলতে হবে। গরম জলে স্নান করা চলবে না, এমনটা করলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকের যত্ন না নিলে অনেক সময় ত্বকে দাগ, ফাটল, ক্ষতর মতো সমস্যা দেখা দেয়। তাই শুষ্ক ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। কীভাবে নেবেন ড্রাই স্কিনের যত্ন, নিম্নে আলোচনা করা হল। (Pic Credit - Freepik)

2 / 8
অ্যালোভেরা - ড্রাই স্কিনে উজ্জ্বল ভাব আনতে কার্যকরী অ্যালোভেরা। এটি ত্বকের যত্নে বেশ কার্যকরী। এটি ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বক হলে অ্যালোভেরা জেলে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে প্রতিদিন লাগান। এটি দাগ কমাতেও কার্যকর। (Pic Credit - Freepik)

অ্যালোভেরা - ড্রাই স্কিনে উজ্জ্বল ভাব আনতে কার্যকরী অ্যালোভেরা। এটি ত্বকের যত্নে বেশ কার্যকরী। এটি ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বক হলে অ্যালোভেরা জেলে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে প্রতিদিন লাগান। এটি দাগ কমাতেও কার্যকর। (Pic Credit - Freepik)

3 / 8
বাদাম তেল - শুষ্ক ত্বকের জন্য বাদাম তেল দারুণ কাজ করে। ড্রাই স্কিন হলে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাদাম তেল লাগান। এছাড়াও এতে রয়েছে ভিটামিন-ই যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এটি প্রাণহীন ত্বকে নতুন প্রাণ এনে দেয়। (Pic Credit - Freepik)

বাদাম তেল - শুষ্ক ত্বকের জন্য বাদাম তেল দারুণ কাজ করে। ড্রাই স্কিন হলে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাদাম তেল লাগান। এছাড়াও এতে রয়েছে ভিটামিন-ই যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এটি প্রাণহীন ত্বকে নতুন প্রাণ এনে দেয়। (Pic Credit - Freepik)

4 / 8
বাদাম ফেসপ্যাক - শুষ্ক ত্বকের কারণে মৃত কোষ জমা হয়, যা সারিয়ে তোলার জন্য স্ক্রাবিং প্রয়োজন। একটি বাদামের স্ক্রাব তৈরি করতে পারেন। যা ত্বকের আর্দ্রতা বজায় রাখবে এবং ত্বকের ছিদ্রগুলি গভীরভাবে ভেতর থেকে পরিষ্কার করবে। এর জন্য লাগবে বাদাম গুঁড়ো, মধু, দই এবং লবঙ্গ গুঁড়ো। সব মিলিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান। এর মাধ্যমে ত্বক এক্সফোলিয়েট করুন। (Pic Credit - Freepik)

বাদাম ফেসপ্যাক - শুষ্ক ত্বকের কারণে মৃত কোষ জমা হয়, যা সারিয়ে তোলার জন্য স্ক্রাবিং প্রয়োজন। একটি বাদামের স্ক্রাব তৈরি করতে পারেন। যা ত্বকের আর্দ্রতা বজায় রাখবে এবং ত্বকের ছিদ্রগুলি গভীরভাবে ভেতর থেকে পরিষ্কার করবে। এর জন্য লাগবে বাদাম গুঁড়ো, মধু, দই এবং লবঙ্গ গুঁড়ো। সব মিলিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান। এর মাধ্যমে ত্বক এক্সফোলিয়েট করুন। (Pic Credit - Freepik)

5 / 8
দেশি ঘি - শুষ্ক ত্বকে পুষ্টি জোগাতে দেশি ঘি ব্যবহার করতে পারেন। এটি ত্বকে গভীর আর্দ্রতা দেয় এবং ত্বককে নরম করে তোলে। যার ফলে বলিরেখার সম্ভাবনা কমে। (Pic Credit - Freepik)

দেশি ঘি - শুষ্ক ত্বকে পুষ্টি জোগাতে দেশি ঘি ব্যবহার করতে পারেন। এটি ত্বকে গভীর আর্দ্রতা দেয় এবং ত্বককে নরম করে তোলে। যার ফলে বলিরেখার সম্ভাবনা কমে। (Pic Credit - Freepik)

6 / 8
নারকেল তেল - ত্বক শুষ্ক হলে সপ্তাহে অন্তত তিনবার নারকেল তেল দিয়ে মুখ থেকে ঘাড় এবং হাত-পায়ের ত্বকে ম্যাসাজ করুন। এতে ত্বক গভীরভাবে পুষ্টি পাবে ও নরম হবে। ত্বকের আরও অনেক সমস্যা দূর করতেও নারকেল তেল কার্যকরী। (Pic Credit - Freepik)

নারকেল তেল - ত্বক শুষ্ক হলে সপ্তাহে অন্তত তিনবার নারকেল তেল দিয়ে মুখ থেকে ঘাড় এবং হাত-পায়ের ত্বকে ম্যাসাজ করুন। এতে ত্বক গভীরভাবে পুষ্টি পাবে ও নরম হবে। ত্বকের আরও অনেক সমস্যা দূর করতেও নারকেল তেল কার্যকরী। (Pic Credit - Freepik)

7 / 8
অ্যালোভেরা ফেসপ্যাক - ত্বক শুষ্ক হলে টক দই, মধু, এক চিমটি হলুদ, চন্দন গুঁড়ো, গোলাপ জল, অ্যালোভেরা জেল, গ্লিসারিন মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুতে হবে। সপ্তাহে দু'বার এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এতে শুধু ত্বকই নরম হবে না, গায়ের রঙও উজ্জ্বল হবে এবং প্রাকৃতিক আভা ফুটে উঠবে। এই প্যাকটি ট্যানিং দূর করতেও সহায়ক। (Pic Credit - Freepik)

অ্যালোভেরা ফেসপ্যাক - ত্বক শুষ্ক হলে টক দই, মধু, এক চিমটি হলুদ, চন্দন গুঁড়ো, গোলাপ জল, অ্যালোভেরা জেল, গ্লিসারিন মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুতে হবে। সপ্তাহে দু'বার এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এতে শুধু ত্বকই নরম হবে না, গায়ের রঙও উজ্জ্বল হবে এবং প্রাকৃতিক আভা ফুটে উঠবে। এই প্যাকটি ট্যানিং দূর করতেও সহায়ক। (Pic Credit - Freepik)

8 / 8
Follow Us: