IPL 2022: ধোনি-দু’প্লেসি… ছবিতে দেখুন আসন্ন আইপিএলের বয়স্ক ৫ ক্রিকেটারকে

বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা সেটা প্রমাণিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মঞ্চে। শনিবার (২৬ মার্চ) শুরু হচ্ছে এ বারের আইপিএল। তাতে একাধিক ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে ৪০ ও তার কাছাকাছি বয়সের ক্রিকেটারদের। ছবিতে দেখুন আইপিএল ২০২২-এর সবচেয়ে বেশি বয়সের ৫ ক্রিকেটারদের...

| Edited By: | Updated on: Mar 25, 2022 | 10:11 AM
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) - চেন্নাই সুপার কিংসের সদ্য প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বয়স ৪০ বছর। আইপিএল ২০২২-এর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তিনি। ধোনি এবছরই শেষবারের মতো আইপিএলে খেলবেন বলে মনে করা হচ্ছে।

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) - চেন্নাই সুপার কিংসের সদ্য প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বয়স ৪০ বছর। আইপিএল ২০২২-এর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তিনি। ধোনি এবছরই শেষবারের মতো আইপিএলে খেলবেন বলে মনে করা হচ্ছে।

1 / 5
ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) - গুজরাট টাইটান্সের উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহার বয়স ৩৭ বছর। আইপিএলের আগের ১৪ টি মরসুমে তিনি ১৩৩টি আইপিএল ম্যাচে খেলেছেন।

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) - গুজরাট টাইটান্সের উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহার বয়স ৩৭ বছর। আইপিএলের আগের ১৪ টি মরসুমে তিনি ১৩৩টি আইপিএল ম্যাচে খেলেছেন।

2 / 5
ফাফ দু'প্লেসি (Faf Du Plessis) - দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক ফাফ দু'প্লেসির বয়স ৩৭ বছর। আইপিএল 2022 মেগা নিলামে দু'প্লেসিকে আরসিবি ৭ কোটি টাকায় কিনেছে।

ফাফ দু'প্লেসি (Faf Du Plessis) - দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক ফাফ দু'প্লেসির বয়স ৩৭ বছর। আইপিএল 2022 মেগা নিলামে দু'প্লেসিকে আরসিবি ৭ কোটি টাকায় কিনেছে।

3 / 5
মহম্মদ নবি (Mohammad Nabi) - আফগানিস্তান ও কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার মহম্মদ নবির বয়স ৩৭ বছর। ২০১৭ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন নবি। গত মরসুমে তিনি সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন।

মহম্মদ নবি (Mohammad Nabi) - আফগানিস্তান ও কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার মহম্মদ নবির বয়স ৩৭ বছর। ২০১৭ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন নবি। গত মরসুমে তিনি সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন।

4 / 5
ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) - চেন্নাই সুপার কিংস ও ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর বয়স ৩৮ বছর। ব্রাভো এখনও পর্যন্ত ১৫১ টি আইপিএল ম্যাচে খেলে ১৫৩৭ রান করেছেন। এবং ১৬৭টি উইকেট নিয়েছেন।

ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) - চেন্নাই সুপার কিংস ও ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর বয়স ৩৮ বছর। ব্রাভো এখনও পর্যন্ত ১৫১ টি আইপিএল ম্যাচে খেলে ১৫৩৭ রান করেছেন। এবং ১৬৭টি উইকেট নিয়েছেন।

5 / 5
Follow Us: