আয়ুষ বাদোনি (Ayush Badoni) - লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে এ বারের আইপিএলে উত্থান হয়েছে ২২ বছরের আয়ুষ বাদোনির। তাঁকে লোকেশ রাহুলরা ডাকেন বেবি এবি বলে। এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন আয়ুষ। তাতে তিনি করেছেন ১৬১ রান। আইপিএল অভিষেকে ছয় নম্বরে নেমে ৫০ এর ওপর রান করা প্রথম প্লেয়ার হয়েছেন আয়ুষ বদোনি।
অভিষেক শর্মা (Abhishek Sharma) - সানরাইজার্স হায়দরাবাদের ২১ বছরের তরুণ ওপেনার অভিষেক শর্মা চলতি আইপিএলে ১৪টি ম্যাচে খেলেছিলেন। তাঁতে অভিষেকের সংগ্রহ ৪২৬ রান। রয়েছে ২টি হাফসেঞ্চুরিও।
তিলক ভার্মা (Tilak Varma) - ৫ বারের আইপিএলজয়ী দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এ বারের আইপিএলে খেলেছিলেন তিলক ভার্মা। মুম্বই লিগ টেবলের লাস্ট বয় হয়ে টুর্নামেন্ট শেষ করলেও, নজর কেড়েছেন তিলক। আইপিএল-২০২২ এর ১৪টি ম্যাচে খেলে তিলক করেছেন ৩৯৭ রান। রয়েছে ২টি হাফসেঞ্চুরিও।
মহসিন খান (Mohsin Khan) - এ বারের আইপিএলের মঞ্চে উত্থান হয়েছে লখনউ সুপার জায়ান্টসের মহসিন খানের। মোট ৯টি ম্যাচে খেলে ১৪টি উইকেট নিয়েছেন মহসিন। সেরা বোলিং ইনিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, রোভম্যান পাওয়েল সহ ৪ উইকেট নিয়ে তিনি খরচ করেছিলেন মাত্র ১৬ রান। পাশাপাশি এক ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৩টি উইকেট নেন মহসিন।
মুকেশ চৌধুরি (Mukesh Choudhary) - চেন্নাই সুপার কিংসের জার্সিতে এ বারের আইপিএলে খেলেছেন মুকেশ চৌধুরি। দলের সবথেকে দামি প্লেয়ার দীপক চাহার এ বারের আইপিএলে খেলতে পারেননি। তবে মুকেশ চৌধুরি শুরুর দিকের ওভারগুলোতে চেন্নাইয়ের হয়ে নজরকাড়া বোলিং করেছেন। এ বারের আইপিএলের ১৩টি ম্যাচে খেলে তিনি নিয়েছেন ১৬টি উইকেট।