CWG 2022: সিন্ধু-লক্ষ্য যাঁদের ব়্যাকেট কমনওয়েলথে দেখাল কামাল
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 12, 2022 | 7:45 AM
Commonwealth Games 2022: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন থেকে দেশকে ৬টি পদক এনে দিয়েছেন ভারতীয় শাটলাররা। যার মধ্যে রয়েছে ৩টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ।
1 / 6
পিভি সিন্ধু - এ বারের কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে সোনা জিতেছেন পিভি সিন্ধু। ফাইনালে কানাডার মিশেল লি-কে স্ট্রেট গেমে উড়িয়ে দেন হায়দরাবাদী শাটলার।
2 / 6
লক্ষ্য সেন - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছেন লক্ষ্য সেন। এই প্রথম বার কমনওয়েলথে মহিলাদের সিঙ্গলস ও পুরুষদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছে ভারত থেকে।
3 / 6
সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের শেষ দিন ব্যাডমিন্টনে সোনার হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন ভারতের পুরুষদের ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি। 'সাচি' জুটির হাত ধরে এই প্রথমবার ভারত পুরুষদের ডাবলসে কমনওয়েলথে সোনা জিতেছে।
4 / 6
ব্যাডমিন্টন মিক্সড টিম - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে ভারতের মিক্সড টিম রুপো পেয়েছে। এই রুপোজয়ী ভারতীয় দলের সদস্যরা ছিলেন - কিদাম্বি শ্রীকান্ত, সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি, বি সুমিত রেড্ডি, লক্ষ্য সেন, চিরাগ শেট্টি, ত্রিশা জলি, আকর্ষী কাশ্যপ, অশ্বিনী পোনাপ্পা, গায়েত্রী গোপীচাঁদ ও পিভি সিন্ধু।
5 / 6
কিদাম্বি শ্রীকান্ত - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত।
6 / 6
ত্রিশা জলি-গায়েত্রী গোপীচাঁদ - বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন ভারতীয় জুটি ত্রিশা জলি ও গায়েত্রী গোপীচাঁদ।