Women’s Asia Cup: সপ্তম এশিয়া কাপের হাতছানি, এক নজরে এই টুর্নামেন্টে ভারতের সাফল্য

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 15, 2022 | 5:27 PM

দেখতে দেখতে আরও একটা এশিয়া কাপ ট্রফির সামনে ভারত। মেয়েদের এশিয়া কাপের সব চেয়ে সফল দল ভারত। চলতি এশিয়া কাপের ফাইনালেও উঠেছে টিম ইন্ডিয়া। কাপ দখলের শেষ লড়াইয়ে টিম ইন্ডিয়ার এ বার প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

1 / 5
দেখতে দেখতে আরও একটা এশিয়া কাপ ট্রফির সামনে ভারত (India)। মেয়েদের এশিয়া কাপের (Women's Asia Cup) সব চেয়ে সফল দল ভারত। চলতি এশিয়া কাপের ফাইনালেও উঠেছে টিম ইন্ডিয়া। কাপ দখলের শেষ লড়াইয়ে টিম ইন্ডিয়ার এ বার প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

দেখতে দেখতে আরও একটা এশিয়া কাপ ট্রফির সামনে ভারত (India)। মেয়েদের এশিয়া কাপের (Women's Asia Cup) সব চেয়ে সফল দল ভারত। চলতি এশিয়া কাপের ফাইনালেও উঠেছে টিম ইন্ডিয়া। কাপ দখলের শেষ লড়াইয়ে টিম ইন্ডিয়ার এ বার প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

2 / 5
২০০৪ সাল থেকে ২০২২ সাল অবধি এই টুর্নামেন্টের মোট ৮টি সংস্করণ হয়েছে (অষ্টম সংস্করণের ফাইনাল ম্যাচটি বাকি রয়েছে)। প্রতিটি সংস্করণেই ভারত অংশ নিয়েছিল।

২০০৪ সাল থেকে ২০২২ সাল অবধি এই টুর্নামেন্টের মোট ৮টি সংস্করণ হয়েছে (অষ্টম সংস্করণের ফাইনাল ম্যাচটি বাকি রয়েছে)। প্রতিটি সংস্করণেই ভারত অংশ নিয়েছিল।

3 / 5
মহিলাদের এশিয়া কাপে এই নিয়ে মোট আট বার ফাইনালে উঠল ভারত। এখনও অবধি ছয় বার এশিয়া কাপ সেরা হয়েছে ভারত। ২০১৮ সালে বাংলাদেশের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতের মেয়েদের।

মহিলাদের এশিয়া কাপে এই নিয়ে মোট আট বার ফাইনালে উঠল ভারত। এখনও অবধি ছয় বার এশিয়া কাপ সেরা হয়েছে ভারত। ২০১৮ সালে বাংলাদেশের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতের মেয়েদের।

4 / 5
এ বার ফের এশিয়া কাপ পুনরুদ্ধার করার পালা। ২০০৪, ২০০৫-০৬, ২০০৬, ২০০৮ এই চার বার ওডিআই ফর্ম্যাটে মহিলাদের এশিয়া কাপ হয়েছিল। ২০১২, ২০১৬, ২০১৮ ও ২০২২ (চলছে) এর সংস্করণে মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছে।

এ বার ফের এশিয়া কাপ পুনরুদ্ধার করার পালা। ২০০৪, ২০০৫-০৬, ২০০৬, ২০০৮ এই চার বার ওডিআই ফর্ম্যাটে মহিলাদের এশিয়া কাপ হয়েছিল। ২০১২, ২০১৬, ২০১৮ ও ২০২২ (চলছে) এর সংস্করণে মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছে।

5 / 5
মহিলাদের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার এবং সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটারও হলেন দুই ভারতীয়। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের নামের পাশে রয়েছে এই টুর্নামেন্টের সর্বাধিক রান (৫৮৮) সংগ্রহ করার রেকর্ড। পাশাপাশি নীতু ডেভিড এই টুর্নামেন্টে সব চেয়ে বেশি উইকেট (২৬টি) নেওয়া বোলার।

মহিলাদের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার এবং সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটারও হলেন দুই ভারতীয়। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের নামের পাশে রয়েছে এই টুর্নামেন্টের সর্বাধিক রান (৫৮৮) সংগ্রহ করার রেকর্ড। পাশাপাশি নীতু ডেভিড এই টুর্নামেন্টে সব চেয়ে বেশি উইকেট (২৬টি) নেওয়া বোলার।

Next Photo Gallery