T20 World Cup 2022: ভারত-পাকিস্তান মহারণে রোহিতদের ত্রাস হয়ে উঠতে পারেন যে পাক ক্রিকেটাররা

আর মাত্র ২ দিনের অপেক্ষা। রবিবার দুপুরে ক্রিকেটপ্রেমীরা সাক্ষী হতে চলেছে সেই বহুপ্রতিক্ষিত ভারত-পাকিস্তান মহারণ। এ বারের টি২০ বিশ্বকাপে ভারতকে চাপে ফেলতে পারেন যে পাঁচ পাক ক্রিকেটার, দেখুন ছবিতে...

| Edited By: | Updated on: Oct 21, 2022 | 7:45 AM
আর মাত্র ২ দিনের অপেক্ষা। রবিবার দুপুরে ক্রিকেটপ্রেমীরা সাক্ষী হতে চলেছে সেই বহুপ্রতিক্ষিত ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। এ বারের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতকে চাপে ফেলতে পারেন যে পাঁচ পাক ক্রিকেটার, দেখুন ছবিতে... (ছবি-পিসিবি টুইটার)

আর মাত্র ২ দিনের অপেক্ষা। রবিবার দুপুরে ক্রিকেটপ্রেমীরা সাক্ষী হতে চলেছে সেই বহুপ্রতিক্ষিত ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। এ বারের টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারতকে চাপে ফেলতে পারেন যে পাঁচ পাক ক্রিকেটার, দেখুন ছবিতে... (ছবি-পিসিবি টুইটার)

1 / 6
মহম্মদ রিজওয়ান - আইসিসির টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। এই পাক উইকেটকিপার-ব্যাটার চলতি বছরে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৮২১ রান করেছেন। শেষ ১৪টি ইনিংসে আটটি হাফসেঞ্চুরি করেছেন রিজওয়ান। দুরন্ত ফর্মেও রয়েছেন তিনি। ফলে রোহিত-বিরাটদের কাছে রীতিমতো চাপ হতে চলেছে রিজওয়ানকে সামলানো। (ছবি-টুইটার)

মহম্মদ রিজওয়ান - আইসিসির টি-২০ ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। এই পাক উইকেটকিপার-ব্যাটার চলতি বছরে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৮২১ রান করেছেন। শেষ ১৪টি ইনিংসে আটটি হাফসেঞ্চুরি করেছেন রিজওয়ান। দুরন্ত ফর্মেও রয়েছেন তিনি। ফলে রোহিত-বিরাটদের কাছে রীতিমতো চাপ হতে চলেছে রিজওয়ানকে সামলানো। (ছবি-টুইটার)

2 / 6
শাহিন শাহ আফ্রিদি - পাকিস্তানের বাঁ হাতি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) পাক দলের অন্যতম অস্ত্র। গত বছরের বিশ্বকাপেও ভারতকে রীতিমতো চাপে ফেলেছিলেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদির জামাই। চোটের কারণে এ বারের এশিয়া কাপে খেলা হয়নি শাহিনের। হাঁটুর চোট সারিয়ে ২২ গজে ফিরে এসে আরও বিপজ্জনক হয়ে উঠেছেন শাহিন। এ বারও তিনি মেন ইন ব্লুর ব্যাটারদের চাপে ফেরাল জন্য তৈরি। (ছবি-শাহিন শাহ আফ্রিদি টুইটার)

শাহিন শাহ আফ্রিদি - পাকিস্তানের বাঁ হাতি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) পাক দলের অন্যতম অস্ত্র। গত বছরের বিশ্বকাপেও ভারতকে রীতিমতো চাপে ফেলেছিলেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদির জামাই। চোটের কারণে এ বারের এশিয়া কাপে খেলা হয়নি শাহিনের। হাঁটুর চোট সারিয়ে ২২ গজে ফিরে এসে আরও বিপজ্জনক হয়ে উঠেছেন শাহিন। এ বারও তিনি মেন ইন ব্লুর ব্যাটারদের চাপে ফেরাল জন্য তৈরি। (ছবি-শাহিন শাহ আফ্রিদি টুইটার)

3 / 6
হ্যারিস রউফ - পাকিস্তানের ডেথ ওভার বোলিং বিশেষজ্ঞ হ্যাসির রউফ (Haris Rauf)। গত বারের টি২০ বিশ্বকাপে ডেথ ওভারে দারুণ বোলিং করেছিলেন রউফ। চলতি বছরে ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন হ্যারিস। সূর্য-লোকেশদের তিনি যে চাপে ফেলে দেবেন না, তা হলফ করে বলা যায় না। (ছবি-হ্যারিস রউফ টুইটার)

হ্যারিস রউফ - পাকিস্তানের ডেথ ওভার বোলিং বিশেষজ্ঞ হ্যাসির রউফ (Haris Rauf)। গত বারের টি২০ বিশ্বকাপে ডেথ ওভারে দারুণ বোলিং করেছিলেন রউফ। চলতি বছরে ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন হ্যারিস। সূর্য-লোকেশদের তিনি যে চাপে ফেলে দেবেন না, তা হলফ করে বলা যায় না। (ছবি-হ্যারিস রউফ টুইটার)

4 / 6
শাদাব খান - পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খান (Shadab Khan) দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। পাক তারকা অলরাউন্ডার ব্যাটে-বলে এমনকি ফিল্ডিংয়ে মেন ইন ব্লুকে মাত দিতে তৈরি। চলতি বছরে ১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে এখনও অবধি খেলে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। (ছবি-শাদাব খান টুইটার)

শাদাব খান - পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খান (Shadab Khan) দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। পাক তারকা অলরাউন্ডার ব্যাটে-বলে এমনকি ফিল্ডিংয়ে মেন ইন ব্লুকে মাত দিতে তৈরি। চলতি বছরে ১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে এখনও অবধি খেলে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। (ছবি-শাদাব খান টুইটার)

5 / 6
মহম্মদ নওয়াজ - এ বারের বিশ্বকাপে ভারতকে চাপে ফেলতে পারেন পাক তারকা অলরাউন্ডার মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। গ্রিন আর্মির হয়ে ব্যাটে-বলে দাপট দেখানো ক্রিকেটার হলেন নওয়াজ। (ছবি-মহম্মদ নওয়াজ টুইটার)

মহম্মদ নওয়াজ - এ বারের বিশ্বকাপে ভারতকে চাপে ফেলতে পারেন পাক তারকা অলরাউন্ডার মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। গ্রিন আর্মির হয়ে ব্যাটে-বলে দাপট দেখানো ক্রিকেটার হলেন নওয়াজ। (ছবি-মহম্মদ নওয়াজ টুইটার)

6 / 6
Follow Us: