FIFA World Cup 2022: বিশ্বকাপের অঘটনের তালিকায় জুড়ে গেল আরও এক ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 23, 2022 | 3:43 PM

কাতার বিশ্বকাপ শুরু হতেই বিশ্বকাপে অঘটনের তালিকায় জুড়ে গিয়েছে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচটি। এ বারই লিওনেল মেসি কেরিয়ারের শেষ বিশ্বকাপে খেলছেন। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য শুরুটা ভালো হয়নি। সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে কাপ যাত্রা শুরু করেছে নীল-সাদা জার্সিধারীরা। প্রায় ১০০ বছরের ইতিহাসে ফিফা বিশ্বকাপে একাধিক অঘটন ঘটেছে। ফিরে দেখা বিশ্বকাপের ৫ অঘটন...

1 / 6
কাতার বিশ্বকাপ শুরু হতেই বিশ্বকাপে অঘটনের তালিকায় জুড়ে গিয়েছে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচটি। এ বারই লিওনেল মেসি কেরিয়ারের শেষ বিশ্বকাপে খেলছেন। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য শুরুটা ভালো হয়নি। সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে কাপ যাত্রা শুরু করেছে নীল-সাদা জার্সিধারীরা। প্রায় ১০০ বছরের ইতিহাসে ফিফা বিশ্বকাপে একাধিক অঘটন ঘটেছে। ফিরে দেখা বিশ্বকাপের ৫ অঘটন... (ছবি-টুইটার)

কাতার বিশ্বকাপ শুরু হতেই বিশ্বকাপে অঘটনের তালিকায় জুড়ে গিয়েছে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচটি। এ বারই লিওনেল মেসি কেরিয়ারের শেষ বিশ্বকাপে খেলছেন। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য শুরুটা ভালো হয়নি। সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে কাপ যাত্রা শুরু করেছে নীল-সাদা জার্সিধারীরা। প্রায় ১০০ বছরের ইতিহাসে ফিফা বিশ্বকাপে একাধিক অঘটন ঘটেছে। ফিরে দেখা বিশ্বকাপের ৫ অঘটন... (ছবি-টুইটার)

2 / 6
ইংল্যান্ড বনাম আমেরিকা (০-১), ব্রাজিল ১৯৫০ - ১৯৫০ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে আমেরিকার কাছে ইংল্যান্ডের ১-০ ব্যবধানে হার ফিফা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটন। ম্যাচের ৩৮ মিনিটে হাইতিয়ান বংশোদ্ভূত জো গায়েতিয়েনস আমেরিকার হয়ে ম্যাচের এক মাত্র গোলটি করেন। শেষ পর্যন্ত তাঁর গোলের সুবাদেই বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটন ঘটে যায়। (ছবি-ফিফা ওয়েবসাইট)

ইংল্যান্ড বনাম আমেরিকা (০-১), ব্রাজিল ১৯৫০ - ১৯৫০ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে আমেরিকার কাছে ইংল্যান্ডের ১-০ ব্যবধানে হার ফিফা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটন। ম্যাচের ৩৮ মিনিটে হাইতিয়ান বংশোদ্ভূত জো গায়েতিয়েনস আমেরিকার হয়ে ম্যাচের এক মাত্র গোলটি করেন। শেষ পর্যন্ত তাঁর গোলের সুবাদেই বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটন ঘটে যায়। (ছবি-ফিফা ওয়েবসাইট)

3 / 6
আর্জেন্টিনা বনাম ক্যামেরুন (০-১), ইতালি ১৯৯০ - ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে অঘটন হয়েছিল ১৯৮৬-র বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার সঙ্গে। মিলানে ১৯৯০ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে ওমান বাইকের একমাত্র গোলে ক্যামেরুনের কাছে হেরে গিয়েছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। (ছবি-ফিফা ওয়েবসাইট)

আর্জেন্টিনা বনাম ক্যামেরুন (০-১), ইতালি ১৯৯০ - ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে অঘটন হয়েছিল ১৯৮৬-র বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার সঙ্গে। মিলানে ১৯৯০ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে ওমান বাইকের একমাত্র গোলে ক্যামেরুনের কাছে হেরে গিয়েছিল দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা। (ছবি-ফিফা ওয়েবসাইট)

4 / 6
 ফ্রান্স বনাম সেনেগাল (০-১), কোরিয়া / জাপান ২০২২ - ১৯৯৮ সালের বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এর পর ২০০২ সালের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে সেনেগালের মুখোমুখি হয়েছিল ফরাসি ব্রিগেড। কিন্তু সেই ম্য়াচে ফ্রান্সকে হারিয়ে বড় সড় অঘটন ঘটায় সেনেগাল। সেই বছরই প্রথম বার বিশ্বকাপে অংশ নিয়েছিল সেনেগাল। আর বিশ্বকাপের মঞ্চে প্রথম বারই চ্যাম্পিয়নদের হারানোটা সহজ ছিল না। (ছবি-ফিফা ওয়েবসাইট)

ফ্রান্স বনাম সেনেগাল (০-১), কোরিয়া / জাপান ২০২২ - ১৯৯৮ সালের বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এর পর ২০০২ সালের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে সেনেগালের মুখোমুখি হয়েছিল ফরাসি ব্রিগেড। কিন্তু সেই ম্য়াচে ফ্রান্সকে হারিয়ে বড় সড় অঘটন ঘটায় সেনেগাল। সেই বছরই প্রথম বার বিশ্বকাপে অংশ নিয়েছিল সেনেগাল। আর বিশ্বকাপের মঞ্চে প্রথম বারই চ্যাম্পিয়নদের হারানোটা সহজ ছিল না। (ছবি-ফিফা ওয়েবসাইট)

5 / 6
ইতালি বনাম কোস্টারিকা (০-১), ব্রাজিল ২০১৪ - ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে কোস্টারিকার কাছে হেরে যায় ইতালি। ব্রায়ান রুইজের একমাত্র গোলে চার বারের বিশ্বকাপ জয়ী ইতালি হেরে গিয়েছিল। যার ফলে ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় ইতালি। (ছবি-ফিফা ওয়েবসাইট)

ইতালি বনাম কোস্টারিকা (০-১), ব্রাজিল ২০১৪ - ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে কোস্টারিকার কাছে হেরে যায় ইতালি। ব্রায়ান রুইজের একমাত্র গোলে চার বারের বিশ্বকাপ জয়ী ইতালি হেরে গিয়েছিল। যার ফলে ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় ইতালি। (ছবি-ফিফা ওয়েবসাইট)

6 / 6
আর্জেন্টিনা বনাম সৌদি আরব (১-২), কাতার ২০২২ - লিওনেল মেসির শেষ বিশ্বকাপের শুরুটা মোটেও রূপকথার মতো হল না। উল্টে আর্জেন্টিনার বিরুদ্ধে রূপকথা লিখল সৌদি আরব। চলতি কাতার বিশ্বকাপে গ্রুপ-সি এর ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধ পেনাল্টি থেকে গোল করেও দলকে জেতাতে পারেননি লিওনেল মেসি। সৌদি আরবের দুই ফুটবলার আল-শেহরি ও আল-দাওয়াসারি আর্জেন্টিনার কাপ যাত্রার শুরুটা নিশ্চিন্তে করতে দিলেন না। (ছবি-টুইটার)

আর্জেন্টিনা বনাম সৌদি আরব (১-২), কাতার ২০২২ - লিওনেল মেসির শেষ বিশ্বকাপের শুরুটা মোটেও রূপকথার মতো হল না। উল্টে আর্জেন্টিনার বিরুদ্ধে রূপকথা লিখল সৌদি আরব। চলতি কাতার বিশ্বকাপে গ্রুপ-সি এর ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধ পেনাল্টি থেকে গোল করেও দলকে জেতাতে পারেননি লিওনেল মেসি। সৌদি আরবের দুই ফুটবলার আল-শেহরি ও আল-দাওয়াসারি আর্জেন্টিনার কাপ যাত্রার শুরুটা নিশ্চিন্তে করতে দিলেন না। (ছবি-টুইটার)

Next Photo Gallery