Lionel Messi: এক ঝলকে দেখুন লিওনেল মেসির রেকর্ডবুক…
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jun 24, 2022 | 12:02 PM
আজ ২৪ জুন, লিওনেল মেসির (Lionel Messi) জন্মদিন। ৩৫ এ পা দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এক ঝলকে দেখে নিন এলএমটেনের রেকর্ডবুক, যা বিশ্বের আর কোনও ফুটবলারের নেই।
1 / 10
শরীরে হরমোনের অভাবের কারণে মাত্র ১১ বছর বয়সেই থমকে যাচ্ছিল মেসির দৈহিক বিকাশ। চিকিৎসা বাবদ মাসিক ৯০০ ডলারের খরচ বহন করা সম্ভব ছিল না তাঁর বাবা মায়ের পক্ষে।
2 / 10
সেপ্টেম্বর, ২০০০: হাতের কাছে কাগজ না থাকায় একটি পেপার ন্যাপকিনেই চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করেন বার্সেলোনার টিম ডিরেক্টর।
3 / 10
সর্বাধিক ইউরোপিয়ান গোল্ডেন বুটের মালিক (৬) লিওনেল মেসি।
4 / 10
২০১১-১২ মরশুমে ৩৭টি ম্যাচে ৫০টি গোল — লা লিগায় এক মরশুমের সর্বোচ্চ গোলদাতা।
5 / 10
স্প্যানিশ ফুটবল ফেডারেশ মেসিকে স্পেনের হয়ে খেলার প্রস্তাব দেয়, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।
6 / 10
চ্যাম্পিয়ন্স লিগে সবথেকে বেশি হ্যাটট্রিক (৮) মেসির দখলে, গ্রুপ স্টেজে (৬৬) সর্বাধিক গোলের নজির রয়েছে লিওর। লা লিগায়ও রয়েছে সর্বাধিক হ্যাটট্রিকের (৩৬) রেকর্ড।
7 / 10
আর্জেন্টিনার হয়ে ১৬২টি আন্তর্জাতিক খেলে ৮৬ গোলার বিরল কীর্তি রয়েছে লিও মেসির।
8 / 10
কোনও একটি ক্লাবের হয়ে সর্বাধিক গোল (৬৭২) করার রেকর্ডের মালিক লিওনেল মেসি।
9 / 10
এক মরশুমে সর্বাধিক ৯১ গোলের রেকর্ড, এল ক্লাসিকোতে সর্বাধিক ২৬টি গোল করেছেন লিও।
10 / 10
৭ টি ব্যালন ডি'ওরের একমাত্র মালিক লিওনেল মেসি।