Shardul Thakur – Mittali Parulkar: দেখুন শার্দূল-মিতালির বাগদানের কিছু সেরা ছবি…

দীর্ঘদিনের বান্ধবী মিতালি পারুলকরের (Mittali Parulkar) সঙ্গে ২৯ নভেম্বর, সোমবার বাগদান সেরে ফেলেছেন ভারতীয় তারকা ক্রিকেটার শার্দূল ঠাকুর (Shardul Thakur)। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে এই নতুন জুটির এনগেজমেন্টের বেশ কিছু নজর কাড়া ছবি। দেখে নিন শার্দূল-মিতালির চোখজুড়ানো কিছু ছবি...

| Edited By: | Updated on: Dec 01, 2021 | 2:49 PM
দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শার্দূল-মিতালির বাগদান অনুষ্ঠান হয়েছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন চত্বরে।

দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শার্দূল-মিতালির বাগদান অনুষ্ঠান হয়েছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন চত্বরে।

1 / 4
নতুন জুটির এই ছবি দেখলেই বোঝা যায় দু'জনের সম্পর্কের রসায়ন কতটা মজবুত।

নতুন জুটির এই ছবি দেখলেই বোঝা যায় দু'জনের সম্পর্কের রসায়ন কতটা মজবুত।

2 / 4
ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের বোন মালতি চাহার শার্দূল-মিতালির বাগদানে হাজির ছিলেন।

ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের বোন মালতি চাহার শার্দূল-মিতালির বাগদানে হাজির ছিলেন।

3 / 4
শোনা গিয়েছে, পরের বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর বিয়ে করবেন শার্দূল-মিতালি।

শোনা গিয়েছে, পরের বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর বিয়ে করবেন শার্দূল-মিতালি।

4 / 4
Follow Us: