CWG 2022: কমনওয়েলথে কুস্তিতে কিস্তিমাত ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 06, 2022 | 11:22 AM

Birmingham Commonwealth Games 2022: বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয় কুস্তিগিরদের (Wrestling) দাপট। অষ্টম দিনে দেশের কুস্তিগিররা হাফ ডজন পদক জিতে নিয়েছেন কমনওয়েলথ থেকে। শুক্রবার রাতে ঘণ্টা দুয়েকের মধ্যে ঝড়ের গতিতে তিনটি সোনা ও দুটি ব্রোঞ্জ জিতে নেয় ভারতের কুস্তি টিম।

1 / 6
মহিলাদের প্রথম গোল্ড মেডেল ম্যাচ হেরে যান অংশু মালিক। মেয়েদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে নাইজেরিয়ার ওডুনায়ো আদিকুওরোয়ের কাছে ৩-৭ ব্যবধানে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে হরিয়ানার এই কুস্তিগিরকে। উল্লেখ্য, নাইজেরিয়ার প্রতিপক্ষ দু'বারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী। (ছবি:টুইটার)

মহিলাদের প্রথম গোল্ড মেডেল ম্যাচ হেরে যান অংশু মালিক। মেয়েদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে নাইজেরিয়ার ওডুনায়ো আদিকুওরোয়ের কাছে ৩-৭ ব্যবধানে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে হরিয়ানার এই কুস্তিগিরকে। উল্লেখ্য, নাইজেরিয়ার প্রতিপক্ষ দু'বারের কমনওয়েলথ গেমসে সোনাজয়ী। (ছবি:টুইটার)

2 / 6
পুরুষ কুস্তিগিরদের মধ্যে ভারতকে প্রথম সোনা এনে দেন বজরং পুনিয়া। দাপটের সঙ্গে ফাইনাল ম্যাচ জিতে সোনা জেতেন বজরং। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে ৯-২ ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষ লাচলান ম্যাকনিল উড়িয়ে দেন বজরং। (ছবি:টুইটার)

পুরুষ কুস্তিগিরদের মধ্যে ভারতকে প্রথম সোনা এনে দেন বজরং পুনিয়া। দাপটের সঙ্গে ফাইনাল ম্যাচ জিতে সোনা জেতেন বজরং। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে ৯-২ ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষ লাচলান ম্যাকনিল উড়িয়ে দেন বজরং। (ছবি:টুইটার)

3 / 6
মহিলাদের কুস্তিতে ভারতকে সোনা এনে দিয়েছেন সাক্ষী মালিক। মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার প্রতিপক্ষ অ্যানা গোডিনেজ গঞ্জালেসকে হারিয়ে সোনা জেতেন সাক্ষী।(ছবি:টুইটার)

মহিলাদের কুস্তিতে ভারতকে সোনা এনে দিয়েছেন সাক্ষী মালিক। মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার প্রতিপক্ষ অ্যানা গোডিনেজ গঞ্জালেসকে হারিয়ে সোনা জেতেন সাক্ষী।(ছবি:টুইটার)

4 / 6
 বজরং পুনিয়ার পাশাপাশি পুরুষদের হয়ে সোনা জিতে নিয়েছেন দীপক পুনিয়াও। পুরষদের ৮৬ কেজির ফ্রিস্টাইলের ফাইনালে দীপক পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের মহম্মদ ইনাম। ৩-০ ব্যবধানে পাক প্রতিপক্ষকে হারিয়ে তৃতীয় সোনা জিতে নেন দীপক পুনিয়া।(ছবি:টুইটার)

বজরং পুনিয়ার পাশাপাশি পুরুষদের হয়ে সোনা জিতে নিয়েছেন দীপক পুনিয়াও। পুরষদের ৮৬ কেজির ফ্রিস্টাইলের ফাইনালে দীপক পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের মহম্মদ ইনাম। ৩-০ ব্যবধানে পাক প্রতিপক্ষকে হারিয়ে তৃতীয় সোনা জিতে নেন দীপক পুনিয়া।(ছবি:টুইটার)

5 / 6
মহিলাদের ৬৮ কেজি বিভাগের ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের দিব্যা কাকরান জেতেন। ব্রোঞ্জ পদক ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল টোঙ্গার টাইগার লিলি ককার। মাত্র ২৬ সেকেন্ডে 'ভিকট্রি বাই ফল'- এ ব্রোঞ্জ ম্যাচ জিতে নেন দিব্যা কাকরান।(ছবি:টুইটার)

মহিলাদের ৬৮ কেজি বিভাগের ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের দিব্যা কাকরান জেতেন। ব্রোঞ্জ পদক ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল টোঙ্গার টাইগার লিলি ককার। মাত্র ২৬ সেকেন্ডে 'ভিকট্রি বাই ফল'- এ ব্রোঞ্জ ম্যাচ জিতে নেন দিব্যা কাকরান।(ছবি:টুইটার)

6 / 6
দিব্যার পাশাপাশি ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন মোহিত গ্রেওয়াল। পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইলে জামাইকার অ্যারন জনসনকে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের মোহিত।(ছবি:টুইটার)

দিব্যার পাশাপাশি ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন মোহিত গ্রেওয়াল। পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইলে জামাইকার অ্যারন জনসনকে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের মোহিত।(ছবি:টুইটার)

Next Photo Gallery