IPL 2022: অভিষেকে চমক দেখালেন যে ৫ তরুণ ক্রিকেটার, দেখে নিন ছবিতে

১০ দলের আইপিএল-২০২২ (IPL 2022) এ একাধিক তরুণ ক্রিকেটারের আইপিএল অভিষেক হয়েছে। যে ক্রিকেটাররা এ বারের আইপিএলে নিজেদের অভিষেক ম্যাচ রাঙিয়ে রেখেছেন এবং টুর্নামেন্টে নিজেদের দক্ষতায় নজর কেড়েছেন তাঁদের মধ্যে সেরা ৫ জন ক্রিকেটারকে দেখুন ছবিতে ---

| Edited By: | Updated on: May 31, 2022 | 10:00 AM
তিলক ভার্মা - রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্সের এ বারের আইপিএল সফরটা ভালো হয়নি। তবে মুম্বইয়ের জার্সিতে ১৯ বছরের তিলক ভার্মার (Tilak Verma) অভিষেকটা ভালোই হয়েছে। আইপিএল-২০২২ এর ১৪টি ম্যাচে খেলে তিলক করেছেন ৩৯৭ রান। রয়েছে ২টি হাফসেঞ্চুরিও। তাঁর গড় ৩৬.০৯।

তিলক ভার্মা - রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্সের এ বারের আইপিএল সফরটা ভালো হয়নি। তবে মুম্বইয়ের জার্সিতে ১৯ বছরের তিলক ভার্মার (Tilak Verma) অভিষেকটা ভালোই হয়েছে। আইপিএল-২০২২ এর ১৪টি ম্যাচে খেলে তিলক করেছেন ৩৯৭ রান। রয়েছে ২টি হাফসেঞ্চুরিও। তাঁর গড় ৩৬.০৯।

1 / 5
আয়ুষ বাদোনি - আইপিএলের ১৫তম সংস্করণের এক নতুন দল লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে অভিষেক হয়েছে ২২ বছরের আয়ুষ বাদোনির (Ayush Badoni)। তাঁকে লোকেশ রাহুলরা ডাকেন বেবি এবি বলে। ৩৬০ ডিগ্রি শট খেলার ক্ষমতা রয়েছে আয়ুষের। এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন আয়ুষ। তাতে তিনি করেছেন ১৬১ রান। আইপিএল অভিষেকে ছয় নম্বরে নেমে ৫০ এর ওপর রান করা প্রথম প্লেয়ার হয়েছেন আয়ুষ বদোনি।

আয়ুষ বাদোনি - আইপিএলের ১৫তম সংস্করণের এক নতুন দল লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে অভিষেক হয়েছে ২২ বছরের আয়ুষ বাদোনির (Ayush Badoni)। তাঁকে লোকেশ রাহুলরা ডাকেন বেবি এবি বলে। ৩৬০ ডিগ্রি শট খেলার ক্ষমতা রয়েছে আয়ুষের। এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন আয়ুষ। তাতে তিনি করেছেন ১৬১ রান। আইপিএল অভিষেকে ছয় নম্বরে নেমে ৫০ এর ওপর রান করা প্রথম প্লেয়ার হয়েছেন আয়ুষ বদোনি।

2 / 5
মহসিন খান - ৩ বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য থাকলেও আইপিএলে অভিষেক হয়নি মহসিন খানের (Moshin Khan)। তবে এ বার তাঁর শিকে ছিড়ল। লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে অভিষেক ম্য়াচেই ৩ উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন মহসিন। এ বারের আইপিএলের মঞ্চে উত্থান হয়েছে লখনউ সুপার জায়ান্টসের মহসিন খানের। মোট ৯টি ম্যাচে খেলে ১৪টি উইকেট নিয়েছেন মহসিন। সেরা বোলিং ইনিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, রোভম্যান পাওয়েল সহ ৪ উইকেট নিয়ে তিনি খরচ করেছিলেন মাত্র ১৬ রান। পাশাপাশি এক ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৩টি উইকেট নেন মহসিন।

মহসিন খান - ৩ বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য থাকলেও আইপিএলে অভিষেক হয়নি মহসিন খানের (Moshin Khan)। তবে এ বার তাঁর শিকে ছিড়ল। লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে অভিষেক ম্য়াচেই ৩ উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন মহসিন। এ বারের আইপিএলের মঞ্চে উত্থান হয়েছে লখনউ সুপার জায়ান্টসের মহসিন খানের। মোট ৯টি ম্যাচে খেলে ১৪টি উইকেট নিয়েছেন মহসিন। সেরা বোলিং ইনিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, রোভম্যান পাওয়েল সহ ৪ উইকেট নিয়ে তিনি খরচ করেছিলেন মাত্র ১৬ রান। পাশাপাশি এক ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৩টি উইকেট নেন মহসিন।

3 / 5
কুলদীপ সেন - রাজস্থান রয়্যালসের জার্সিতে চলতি বছর অভিষেক হয়েছে কুলদীপ সেনের (Kuldeep Sen)। মধ্যপ্রদেশের বাঁ-হাতি পেসারের পেস আর বাউন্সে বেশ টালমাটাল হয়েছেন ব্যাটাররা। আইপিএল ২০২২ এর ৭টি ম্যাচে খেলে তিনি পেয়েছেন ৮টি উইকেট। উমরানের মতো ঠিক ওই পরিমাণ গতি না থাকলেও কুলদীপেরও গতিও বেশ ভালো।

কুলদীপ সেন - রাজস্থান রয়্যালসের জার্সিতে চলতি বছর অভিষেক হয়েছে কুলদীপ সেনের (Kuldeep Sen)। মধ্যপ্রদেশের বাঁ-হাতি পেসারের পেস আর বাউন্সে বেশ টালমাটাল হয়েছেন ব্যাটাররা। আইপিএল ২০২২ এর ৭টি ম্যাচে খেলে তিনি পেয়েছেন ৮টি উইকেট। উমরানের মতো ঠিক ওই পরিমাণ গতি না থাকলেও কুলদীপেরও গতিও বেশ ভালো।

4 / 5
মুকেশ চৌধুরি - মুম্বই ইন্ডিয়ান্সের মতো চেন্নাই সুপার কিংসের এই বারের আইপিএল সফরটা মোটেও ভালো কাটেনি। তবে সিএসকে জার্সিতে অভিষেকে নজর কেড়েছেন মুকেশ চৌধুরি (Mukesh Choudhary)। দলের সবথেকে দামি প্লেয়ার দীপক চাহার এ বারের আইপিএলে খেলতে পারেননি। তবে মুকেশ চৌধুরি শুরুর দিকের ওভারগুলোতে চেন্নাইয়ের হয়ে নজরকাড়া বোলিং করেছেন। এ বারের আইপিএলের ১৩টি ম্যাচে খেলে তিনি নিয়েছেন ১৬টি উইকেট।

মুকেশ চৌধুরি - মুম্বই ইন্ডিয়ান্সের মতো চেন্নাই সুপার কিংসের এই বারের আইপিএল সফরটা মোটেও ভালো কাটেনি। তবে সিএসকে জার্সিতে অভিষেকে নজর কেড়েছেন মুকেশ চৌধুরি (Mukesh Choudhary)। দলের সবথেকে দামি প্লেয়ার দীপক চাহার এ বারের আইপিএলে খেলতে পারেননি। তবে মুকেশ চৌধুরি শুরুর দিকের ওভারগুলোতে চেন্নাইয়ের হয়ে নজরকাড়া বোলিং করেছেন। এ বারের আইপিএলের ১৩টি ম্যাচে খেলে তিনি নিয়েছেন ১৬টি উইকেট।

5 / 5
Follow Us: