এমনকী, এই মাদক পাচারের টাকা জঙ্গি গোষ্ঠীদের হাতেও পৌঁছতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। আপাতত, ধৃতদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই তিন পাচারকারীদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করেছে পুলিশ। তবে, এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বেআইনি মাদক ও নেশাদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি, জলপাইগুড়ির একটি বাসস্ট্যান্ডে আচমকা অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকার মাদক উদ্ধার করেন তদন্তকারীরা। পাচারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। (ফাইল ছবি)