Cyclone Alert: আছড়ে পড়ছে কয়েক ফুট উঁচু ঢেউ, উত্তাল দিঘার সমুদ্র, ঘূর্ণিঝড়ের সতর্কতায় শুরু মাইকিং
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Oct 20, 2022 | 3:09 PM
Police Miking: মন্দারমনি, দিঘা, শংকরপুর, তাজপুর সহ উপকূলবর্তী এলাকাগুলিতে পুলিশ প্রশাসনের তরফে মাইকিং শুরু করা হয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে।
1 / 7
আলোর উৎসবও মাটি করতে হাজির বর্ষাসুর। কালীপুজোর মুখেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতরের। আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্তই ২২ অক্টোবর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হবে।
2 / 7
এই নিম্নচাপই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপকূল ধরে বাংলা ও প্রতিবেশী বাংলাদেশের উপরে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
3 / 7
এদিকে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হতেই বিপাকে পড়েছেন মৎস্যজীবী থেকে শুরু করে উপকূলবাসী সাধারণ মানুষজন। এদিন সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে জলোচ্ছাস দেখা গিয়েছে।
4 / 7
দিঘার সমুদ্রের পাড়ে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এই সময়ে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক করা হচ্ছে।
5 / 7
ঘূর্ণিঝড়ের অভিমুখ বা প্রভাব কতটা পড়বে, তা এখনও জানা না গেলেও, আলোর উৎসবের দিনগুলিতে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই সতর্কতাবশে জেলা ও পুলিশ প্রশাসনের তরফে শুরু করা হল মাইকিং।
6 / 7
মন্দারমনি, দিঘা, শংকরপুর, তাজপুর সহ উপকূলবর্তী এলাকাগুলিতে পুলিশ প্রশাসনের তরফে মাইকিং শুরু করা হয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। মৎস্যজীবীদের জন্য ওয়্যারলেসের মাধ্যমেও সতর্কতা জারি করা হয়েছে।
7 / 7
ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখেই আগামী ২৩ অক্টোবর থেকে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা বর্তমানে মাছ ধরতে সমুদ্রে গিয়েছেন, তাদেরও ২২ অক্টোবরের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।