Gulmarg: ‘চিল্লা-ই-কালান’-এর কবলে ভূস্বর্গ! আবারও ভারী তুষারপাত উপত্যকায়

TV9 Bangla Digital | Edited By: megha

Jan 20, 2022 | 1:00 PM

ইতিমধ্যেই ব্যপক তুষারপাত ও চরম আবহাওয়ায় আপাতত বিধ্বস্ত ভূস্বর্গ। আবারও নতুন করে তুষারপাতের সাক্ষী হল গুলমার্গ, পাহেলগাঁও সহ কাশ্মীর উপত্যকার একাধিক পর্যটন কেন্দ্র...

1 / 6
গুলমার্গের বিখ্যাত স্কিইং রিসর্ট এবং কাশ্মীরের উচ্চাঞ্চলের আরও কয়েকটি জায়গা নতুন করে সাক্ষী হল তুষারপাতের।

গুলমার্গের বিখ্যাত স্কিইং রিসর্ট এবং কাশ্মীরের উচ্চাঞ্চলের আরও কয়েকটি জায়গা নতুন করে সাক্ষী হল তুষারপাতের।

2 / 6
চলতি সপ্তাহে গুলমার্গে প্রায় ১.২ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা নেমেছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে।

চলতি সপ্তাহে গুলমার্গে প্রায় ১.২ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা নেমেছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে।

3 / 6
বছরের শুরু থেকে কাশ্মীরের অনেক জায়গায় ভারী তুষারপাত হচ্ছে। ব্যপক তুষারপাত ও চরম আবহাওয়ায় আপাতত বিধ্বস্ত ভূস্বর্গ। ইতোমধ্যেই কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বছরের শুরু থেকে কাশ্মীরের অনেক জায়গায় ভারী তুষারপাত হচ্ছে। ব্যপক তুষারপাত ও চরম আবহাওয়ায় আপাতত বিধ্বস্ত ভূস্বর্গ। ইতোমধ্যেই কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

4 / 6
গুলমার্গের পাশাপাশি পাহেলগাঁওয়ের অবস্থাও কিছুটা একই। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। সেখানেও এখন তাপমাত্রা মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াস।

গুলমার্গের পাশাপাশি পাহেলগাঁওয়ের অবস্থাও কিছুটা একই। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। সেখানেও এখন তাপমাত্রা মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াস।

5 / 6
কাশ্মীর উপত্যকা বর্তমানে ৪০ দিনের 'কঠোরতম' শীতের সময়কালের কবলে রয়েছে, যা ২০২১-এত ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এবং এটি 'চিল্লা-ই-কালান' নামে পরিচিত।

কাশ্মীর উপত্যকা বর্তমানে ৪০ দিনের 'কঠোরতম' শীতের সময়কালের কবলে রয়েছে, যা ২০২১-এত ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এবং এটি 'চিল্লা-ই-কালান' নামে পরিচিত।

6 / 6
'চিল্লা-ই-কালান' এমন একটি সময় যখন কোল্ড ওয়েভ এই অঞ্চলকে ঘিরে ধরে এবং তাপমাত্রা কমে যায়, যার ফলে বিখ্যাত ডাল লেক সহ এখানকার জলাশয়গুলি হিমায়িত হয়ে যায় এবং সেই সঙ্গে উপত্যকার বেশ কয়েকটি অংশে জল সরবরাহের লাইনগুলি বরফে জমে যায়।

'চিল্লা-ই-কালান' এমন একটি সময় যখন কোল্ড ওয়েভ এই অঞ্চলকে ঘিরে ধরে এবং তাপমাত্রা কমে যায়, যার ফলে বিখ্যাত ডাল লেক সহ এখানকার জলাশয়গুলি হিমায়িত হয়ে যায় এবং সেই সঙ্গে উপত্যকার বেশ কয়েকটি অংশে জল সরবরাহের লাইনগুলি বরফে জমে যায়।

Next Photo Gallery