Highest paid footballers: অর্থের ঝনঝনানি, এই ফুটবলারদের বেতনের অঙ্ক চমকে দেবে

মেসি, নেইমার, এমবাপেদের বার্ষিক বেতন কত জানেন? টাকার অঙ্কটা বুঝতে হলে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। তারকা ফুটবলারদের সামনে ঝুলিভর্তি টাকা উপুড় করে দিয়েছে ক্লাবগুলি। তাতেই ফুলে ফেঁপে ঢোল সবুজ মাঠের কারিগররা।

| Edited By: | Updated on: Aug 16, 2022 | 7:00 AM
কিলিয়ান এমবাপে (পিএসজি): বেতন ৬২ মিলিয়ন ডলার প্রতি বছর। প্যারিসের ক্লাবটির সঙ্গে এমবাপের নতুন চুক্তি চমকে দেওয়ার মতো। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি। ভারতীয় মুদ্রায় প্রতি সপ্তাহে এমবাপের আয় ১১ কোটি টাকা! (ছবি:ইনস্টাগ্রাম)

কিলিয়ান এমবাপে (পিএসজি): বেতন ৬২ মিলিয়ন ডলার প্রতি বছর। প্যারিসের ক্লাবটির সঙ্গে এমবাপের নতুন চুক্তি চমকে দেওয়ার মতো। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি। ভারতীয় মুদ্রায় প্রতি সপ্তাহে এমবাপের আয় ১১ কোটি টাকা! (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 7
লিওনেল মেসি (পিএসজি) : বার্ষিক আয় ৪১ মিলিয়ন ডলার। সর্বাধিক আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে তর্কাতীতভাবে ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা মানুষটি। ৩৪ বছরের মেসি গতবছরই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন।(ছবি:ইনস্টাগ্রাম)

লিওনেল মেসি (পিএসজি) : বার্ষিক আয় ৪১ মিলিয়ন ডলার। সর্বাধিক আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে তর্কাতীতভাবে ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা মানুষটি। ৩৪ বছরের মেসি গতবছরই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 7
নেইমার (পিএসজি): তৃতীয় স্থানে পিএসজিতে মেসি এমবাপের সতীর্থ নেইমার দ্য সিলভা স্য়ান্টোস জুনিয়র। ২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। বিনিময়ে প্রতিবছর আয় করছেন ৩৬.৫ মিলিয়ন ডলার অর্থ।(ছবি:ইনস্টাগ্রাম)

নেইমার (পিএসজি): তৃতীয় স্থানে পিএসজিতে মেসি এমবাপের সতীর্থ নেইমার দ্য সিলভা স্য়ান্টোস জুনিয়র। ২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। বিনিময়ে প্রতিবছর আয় করছেন ৩৬.৫ মিলিয়ন ডলার অর্থ।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 7
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড): মোটা অঙ্কের বিনিময়ে গত মরসুমে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন সিআর সেভেন। ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ আয় করা ফুটবলার এখন তিনিই। (ছবি:ইনস্টাগ্রাম)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড): মোটা অঙ্কের বিনিময়ে গত মরসুমে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন সিআর সেভেন। ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ আয় করা ফুটবলার এখন তিনিই। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 7
অস্কার (সাংহাই এসআইপিজি): বার্ষিক আয় ৩৪ মিলিয়ন ডলার। ২০১৬ সালে চিনের ক্লাবে খেলার জন্য যখন পা বাড়ান অস্কার, ভ্রু কুঁচকে গিয়েছিল অনেকের। সাংহাই ক্লাবের হয়ে অতীতের চেয়ে তিনগুণ বেশি রোজগার করেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

অস্কার (সাংহাই এসআইপিজি): বার্ষিক আয় ৩৪ মিলিয়ন ডলার। ২০১৬ সালে চিনের ক্লাবে খেলার জন্য যখন পা বাড়ান অস্কার, ভ্রু কুঁচকে গিয়েছিল অনেকের। সাংহাই ক্লাবের হয়ে অতীতের চেয়ে তিনগুণ বেশি রোজগার করেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 7
আন্দ্রে ইনিয়েস্তা (ভিসেল কোবে): বছরে আয় ৩১ মিলিয়ন ডলার। আপনি যদি ভেবে থাকেন ইনিয়েস্তা অবসর নিয়েছেন তাহলে ভুল ভাবনা। বর্তমানে জাপানের জে লিগ কাঁপাচ্ছেন ইনিয়েস্তা। ২০১৮ সালে ভিসেল কোবেতে যোগ দেন। ক্লাবের হয়ে এম্পেররস কাপ এবং জাপানিজ সুপার কাপ জিতেছেন ৩৭ বছরের ফুটবলার।(ছবি:ইনস্টাগ্রাম)

আন্দ্রে ইনিয়েস্তা (ভিসেল কোবে): বছরে আয় ৩১ মিলিয়ন ডলার। আপনি যদি ভেবে থাকেন ইনিয়েস্তা অবসর নিয়েছেন তাহলে ভুল ভাবনা। বর্তমানে জাপানের জে লিগ কাঁপাচ্ছেন ইনিয়েস্তা। ২০১৮ সালে ভিসেল কোবেতে যোগ দেন। ক্লাবের হয়ে এম্পেররস কাপ এবং জাপানিজ সুপার কাপ জিতেছেন ৩৭ বছরের ফুটবলার।(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 7
মহম্মদ সালাহ (লিভারপুল): বার্ষিক আয় করেন ২৬ মিলিয়ন ডলার। মিশরের ফুটবল রাজা মহম্মদ সালাহ নতুন করে লিভারপুলের সঙ্গে তিনবছরের চুক্তিতে সই করেছেন। চুক্তির পর ক্লাবের সর্বোচ্চ আয় করা ফুটবলারে পরিণত হয়েছেন সালাহ। (ছবি:ইনস্টাগ্রাম)

মহম্মদ সালাহ (লিভারপুল): বার্ষিক আয় করেন ২৬ মিলিয়ন ডলার। মিশরের ফুটবল রাজা মহম্মদ সালাহ নতুন করে লিভারপুলের সঙ্গে তিনবছরের চুক্তিতে সই করেছেন। চুক্তির পর ক্লাবের সর্বোচ্চ আয় করা ফুটবলারে পরিণত হয়েছেন সালাহ। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 7
Follow Us: