Ekta Kapoor’s Diwali party: একতা কাপুরের দিওয়ালি পার্টিতে চাঁদের হাট, দেখা মিলল কোন কোন বলি-তারকার?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 04, 2021 | 7:41 PM

একতার পার্টিতে হাজির হল বলিউডে জনপ্রিয় সব সেলেব। এবারেও দেখা গেল এই একই ট্রেন্ড। কারা এলেন? কাদের সাজই বা নজর কাড়ল দেখে নিন এক ঝলকে...

1 / 7
প্রতি বছর দীপাবলি উপলক্ষে পার্টির আয়োজন করেন বলি ইন্ডাস্ট্রির 'টেলিভিশন কুইন' একতা কাপুর। হিট হিন্দি ধারাবাহিকের প্রযোজক একতার পার্টিতে হাজির হল বলিউডে জনপ্রিয় সব সেলেব। এবারেও দেখা গেল এই একই ট্রেন্ড। কারা এলেন? কাদের সাজই বা নজর কাড়ল দেখে নিন এক ঝলকে...

প্রতি বছর দীপাবলি উপলক্ষে পার্টির আয়োজন করেন বলি ইন্ডাস্ট্রির 'টেলিভিশন কুইন' একতা কাপুর। হিট হিন্দি ধারাবাহিকের প্রযোজক একতার পার্টিতে হাজির হল বলিউডে জনপ্রিয় সব সেলেব। এবারেও দেখা গেল এই একই ট্রেন্ড। কারা এলেন? কাদের সাজই বা নজর কাড়ল দেখে নিন এক ঝলকে...

2 / 7
নীল লেহেঙ্গায় নিজেকে মুড়ে হাজির হয়েছিলেন হিনা খান।

নীল লেহেঙ্গায় নিজেকে মুড়ে হাজির হয়েছিলেন হিনা খান।

3 / 7
মৌনী বেছে নিয়েছিলেন হাল্কা গোলাপি রঙের লেহেঙ্গা। বলিপাড়ায় গুঞ্জন, সামনেই নাকি তাঁর বিয়ে।

মৌনী বেছে নিয়েছিলেন হাল্কা গোলাপি রঙের লেহেঙ্গা। বলিপাড়ায় গুঞ্জন, সামনেই নাকি তাঁর বিয়ে।

4 / 7
উপস্থিত ছিলেন বড় পর্দার জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ান।

উপস্থিত ছিলেন বড় পর্দার জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ান।

5 / 7
দেখা গেল অফস্ক্রিন কাপল অনিতা হাসনন্দানি ও রোহিত রেড্ডিকে।

দেখা গেল অফস্ক্রিন কাপল অনিতা হাসনন্দানি ও রোহিত রেড্ডিকে।

6 / 7
নজর কাড়লেন আশা নেগি, দেখা গেল সাক্ষী তনওয়ারকেও।

নজর কাড়লেন আশা নেগি, দেখা গেল সাক্ষী তনওয়ারকেও।

7 / 7
ছিলেন মোহিত শেহগাল, শানায়া ইরানি ও ঋদ্ধি ডোগরা।

ছিলেন মোহিত শেহগাল, শানায়া ইরানি ও ঋদ্ধি ডোগরা।

Next Photo Gallery