Bangla News » Photo gallery » Holi 2023: which color is applied on Holi, happiness comes in life
Holi 2023: হোলির রঙও জীবনে আনে সুখ-শান্তি! কোন রঙ কীসের প্রতীক, জানুন
TV9 Bangla Digital | Edited By: dipta das
Updated on: Mar 08, 2023 | 1:29 PM
Holi Celebrations: এ দিনে মানুষ বড়-ছোট ধনী-গরিবের ভেদাভেদ ভুলে রং নিয়ে হোলি খেলেন। হোলি উপলক্ষে একে অপরের সাথে যে রঙ বা আবিরনিয়ে খেলি, তা সবকটিই আনন্দের প্রতীক বলে মনে করা হয়।
Mar 08, 2023 | 1:29 PM
আজ সারা বিশ্বেই পালিত হচ্ছে এই রঙিন উত্সব। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তে রঙ ও আবিরের ছোঁয়ায় আকাশও হয়েছে রঙিন। হিন্দু ধর্মে হোলি উৎসবকে রঙের উৎসব বলে মনে করা হয়। অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে হোলি খেলা হয়। এদিন সব মানুষ উত্সবকে কেন্দ্র করে সব ক্ষোভ ভুলে ভালবাসা ও সম্প্রীতির সঙ্গে একে অপরের সঙ্গে রং খেলেন।
1 / 8
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পড়ে এই উৎসবের দ্বিতীয় দিনে রঙ্গোৎসব পালিত হচ্ছে। এ দিনে মানুষ বড়-ছোট ধনী-গরিবের ভেদাভেদ ভুলে রং নিয়ে হোলি খেলেন। হোলি উপলক্ষে একে অপরের সাথে যে রঙ বা আবিরনিয়ে খেলি, তা সবকটিই আনন্দের প্রতীক বলে মনে করা হয়।
2 / 8
সনাতন ঐতিহ্যে হোলির রঙ ও আবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। হোলির দিনে ব্যবহৃত প্রতিটি রঙের রয়েছে নিজস্ব ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য। কোন রঙের অর্থ কী, তা জেনে নিন এখানে..
3 / 8
লাল রঙ: হোলির দিনে বেশিরভাগ মানুষই লাল রং ও আবির ব্যবহার করেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লাল রং অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি শক্তি, ভালবাসা ও উদযাপনের প্রতীক। এ দিনে প্রত্যেক মানুষ তাদের ভালবাসা ও স্নেহ প্রকাশ করার জন্য লাল রঙ বেশি ব্যবহার করে।
4 / 8
কেশর রঙ: বিশ্বাস করা হয় যে কেশর বা কমলা রঙ হল শরীর ও মনের স্বাস্থ্যের প্রতীক। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই রঙের আবির জ্ঞান, তপস্যা ও সংযমের রঙ হিসাবে বিবেচিত হয়। এ ছাড়া ত্যাগের প্রতীক এটি। তাই হোলির দিনেও মানুষ এই রঙ ব্যবহার করেন।
5 / 8
হলুদ রঙ: ধর্মীয় বিশ্বাস অনুসারে, হলুদ রঙকে সুখ, সমৃদ্ধি এবং খ্যাতির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে হলুদ রঙ শান্তি, ঐশ্বর্য এবং স্বাস্থ্যের প্রতীক। যে কোনও শুভ কাজে হলুদ রঙ ব্যবহার করা হয়, তাই হোলির দিনেও এই রঙের আবির ও রঙ ব্যবহার করা শুভ।
6 / 8
নীল রঙ: আকাশ ও সমুদ্র যেমন বিশাল, তেমনি নীল রঙকে বিশালতার প্রতীক মনে করা হয়। বিশ্বাস করা হয় যে নীল রঙের মধ্যে সমস্ত ভিন্ন রঙ রয়েছে। এই রঙটি ভগবান শ্রী কৃষ্ণের সঙ্গেও যুক্ত। তবে হোলিতে এই রঙ বেশি পরিমাণে দেখা যায় না।
7 / 8
সবুজ রঙ: হোলিতে এই রঙ সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রতীক। কারণ এই রঙ প্রকৃতির সঙ্গেও জড়িত, তাই এই রঙের গুরুত্ব আরও বেড়ে যায়। সবুজ রঙ প্রেম ও ভারসাম্যপূর্ণ জীবনের প্রতিনিধিত্ব করে। এই রঙ জীবনে নতুন যোগাযোগ ঘটাতে কাজ করে।