TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Mar 10, 2022 | 7:42 PM
১৮ মার্চ হোলি, সপ্তাহের শেষে একটি উইএন্ড ট্রিপ প্ল্যান করে নেওয়াই যায়।
হোলি মানেই রঙিন পার্টি, তাই বিচ পার্টি হয়ে উঠুক এবার সেলিব্রেশনের ডেস্টিনেশান। থাকে গালা পার্টি, আনলিমিটেড খাওয়া, সঙ্গে পানীয়, ডিজে নাইট, সব মিলিয়ে প্যাকেজের ব্যবস্থা।
গোয়া বিচে কাটিয়ে নেওয়া যেতে পারে এই বিশেষ দিন, বিভিন্ন প্রাইভেট বিচে থাকে বিশেষ পার্টির আয়োজন।
কাছেপিঠে দিঘা বা মন্দারমণিও হতে পারে সেরার সেরা ঠিকানা।
চেন্নাই থেকে ১৫৫ কিমি দূরে পন্ডিচেরী বিচেও এবার কাটানো যেতে পারে হোলির রঙিন দিন।
ম্যাঙ্গালোর বিচেও বিশেষ আয়োজন থাকে সেলিব্রেশন পার্টির।
আর একটু দূরে ভ্যাকেশন ট্রিপে থাকলে আন্দামানের দিউ বিচকেও বেছে নিতে পারেন। সেক্ষেত্রে পরিকল্পনার সময় বড়ই কম, একসপ্তাহে সবটা গুছিয়ে ফেলতে হবে চটজলদি।