Kinchit Shah: গ্যালারিতে হাঁটুমুড়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব হংকংয়ের কোটিপতি ক্রিকেটারের
মুম্বই যখন ছাড়েন তখন কিঞ্চিত শাহের বয়স ৩ বছর। বেড়ে ওঠা, পড়াশোনা হংকংয়ে হলেও বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে বলিউডি সিনেমার কায়দা বেছে নিলেন হংকংয়ের জাতীয় দলের ক্রিকেটার কিঞ্চিত। হাঁটুমুড়ে রীতিমতো ফিল্মি কায়দায় বান্ধবীকে দিলেন বিয়ের প্রস্তাব।