Kinchit Shah: গ্যালারিতে হাঁটুমুড়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব হংকংয়ের কোটিপতি ক্রিকেটারের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 01, 2022 | 9:00 AM

মুম্বই যখন ছাড়েন তখন কিঞ্চিত শাহের বয়স ৩ বছর। বেড়ে ওঠা, পড়াশোনা হংকংয়ে হলেও বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে বলিউডি সিনেমার কায়দা বেছে নিলেন হংকংয়ের জাতীয় দলের ক্রিকেটার কিঞ্চিত। হাঁটুমুড়ে রীতিমতো ফিল্মি কায়দায় বান্ধবীকে দিলেন বিয়ের প্রস্তাব।

1 / 5
মুম্বই যখন ছাড়েন তখন কিঞ্চিত শাহের বয়স ৩ বছর। বেড়ে ওঠা, পড়াশোনা হংকংয়ে হলেও বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে বলিউডি সিনেমার কায়দা বেছে নিলেন হংকংয়ের জাতীয় দলের ক্রিকেটার কিঞ্চিত। হাঁটুমুড়ে রীতিমতো ফিল্মি কায়দায় বান্ধবীকে দিলেন বিয়ের প্রস্তাব।(ছবি:টুইটার)

মুম্বই যখন ছাড়েন তখন কিঞ্চিত শাহের বয়স ৩ বছর। বেড়ে ওঠা, পড়াশোনা হংকংয়ে হলেও বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে বলিউডি সিনেমার কায়দা বেছে নিলেন হংকংয়ের জাতীয় দলের ক্রিকেটার কিঞ্চিত। হাঁটুমুড়ে রীতিমতো ফিল্মি কায়দায় বান্ধবীকে দিলেন বিয়ের প্রস্তাব।(ছবি:টুইটার)

2 / 5
বুধবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচ হেরেছে হংকং। ম্যাচ শেষ হতেই গ্যালারিতে উপস্থিত বান্ধবীর কাছে সোজা চলে আসেন কিঞ্চিত। বান্ধবীকে চমকে দিয়ে আংটি বের করে হাঁটুমুড়ে বসে পড়েন।(ছবি:টুইটার)

বুধবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচ হেরেছে হংকং। ম্যাচ শেষ হতেই গ্যালারিতে উপস্থিত বান্ধবীর কাছে সোজা চলে আসেন কিঞ্চিত। বান্ধবীকে চমকে দিয়ে আংটি বের করে হাঁটুমুড়ে বসে পড়েন।(ছবি:টুইটার)

3 / 5
বাকরুদ্ধ হয়ে যান হংকং টিমের এই কোটিপতি ক্রিকেটারের গার্লফ্রেন্ড। নায়কীয় বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলতে বেশি সময় নিলেন না।(ছবি:টুইটার)

বাকরুদ্ধ হয়ে যান হংকং টিমের এই কোটিপতি ক্রিকেটারের গার্লফ্রেন্ড। নায়কীয় বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলতে বেশি সময় নিলেন না।(ছবি:টুইটার)

4 / 5
ততক্ষণে আশেপাশের ক্যামেরায় ছবি, ভিডিও তোলা শুরু হয়ে গিয়েছে। বান্ধবীকে আংটি পরিয়ে দেওয়ার পর একে অপরকে উষ্ণ আলিঙ্গন। (ছবি:টুইটার)

ততক্ষণে আশেপাশের ক্যামেরায় ছবি, ভিডিও তোলা শুরু হয়ে গিয়েছে। বান্ধবীকে আংটি পরিয়ে দেওয়ার পর একে অপরকে উষ্ণ আলিঙ্গন। (ছবি:টুইটার)

5 / 5
ম্যাচে ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন কিঞ্চিত। হারলেও এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের দিনটা মনের মণিকোঠায় স্থায়ী জায়গা করে দিলেন কিঞ্চিত। (ছবি:টুইটার)

ম্যাচে ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন কিঞ্চিত। হারলেও এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের দিনটা মনের মণিকোঠায় স্থায়ী জায়গা করে দিলেন কিঞ্চিত। (ছবি:টুইটার)

Next Photo Gallery