Gossip: আমির খান ছোটেন শাহরুখের কাছেই। তাঁকে জিজ্ঞেস করেন, সত্যি কি অমিতাভের সামনে ধূমপান করা যায়!
Follow Us:
বিষয়টা নজর এড়ায়নি অমিতাভ বচ্চনের। অভিষেকের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে হৃত্বিকের সঙ্গে আলাপ হয় শ্বেতার। সেখান থেকেই হয়ে যায় বন্ধুত্ব। এরপর হৃত্বিককে এতটাই ভাললেগে যায় শ্বেতার যে তিনি মাঝে মধ্যেই লুকিয়ে দেখা শুরু করে দিয়েছিলেন।
তাই তারা যখন কোনও ছবির অভিনেতাকে পছন্দ করে, তখন সেই অভিনেতার সব কাজকেই গ্রহণ করে। শুধু তাই নয়, আমির খানের মতে, পুরো জেনরেশনটাই প্রায় ১৫ বছর সেই অভিনেতার ভক্ত হয়েই থেকে যায়।
বয়স ৫৭ বছর। তবুও ছবির বিষয়বস্তু নিয়ে এখনও সব রকমের দিক থেকেই ভাবতে পছন্দ করেন আমির খান। কেবল একপেশে ছবি নয়, ছোটদের জন্যও কাজ করতে ইচ্ছুক তিনি।
এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল ও ফল থাকে তাঁর খাবারের তালিকায়। বাইরের খাবারে সাফ না। তবে কোনও অনুষ্ঠানে গেলে তিনি সামান্য ভেজ খাবার খেয়ে থাকেন।
বিমল সংস্থার সঙ্গে যুক্ত থাকার ফলে শাহরুখ খানকে একাধিকবার ট্রোলের শিকার হতে হয়েছে। এখানেই শেষ নয় পাশাপাশি তিনি ফেয়ারনেস ক্রিমের সংস্থার সঙ্গে যুক্ত থাকার ফলেও ট্রোলারদের রোষের শিকার হতে হয় শাহরুখ খানকে।
শাহরুখ খান বরাবরই নিজের সমস্যা নিয়ে খোলামেলা কথা বলতেই বেশি পছন্দ করেন। যার মধ্যে অন্যতম তাঁর সংসার জীবন। শাহরুখের কথায় পরিবার যেভাবে আগলে রেখেছেন গৌরী, তার জন্য তিনি কৃতজ্ঞ। ব্যস্ততার জন্য অনেক কিছুই করে উঠতে পারেন না তিনি।