Retro Gossip: ঋষির বিপরীতে নেওয়া যাবে না ডিম্পলকে, ববি থেকে বাদ পড়ার পরও কীভাবে মিলল সুযোগ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 13, 2023 | 3:06 PM

Bollywood Gossip: অডিশন দিতে পৌঁছে যান ডিম্পল। তবে প্রথমেই তাঁকে বাদ পড়তে হয় ছবি থেকে।

1 / 6
ডিম্পল কাপাডিয়া ও ঋষি কাপুর অভিনীত ছবি ববি একাধিক কারণে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। সবার আগে সামনে আসতে দেখা গিয়েছে এই জুটির মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ।

ডিম্পল কাপাডিয়া ও ঋষি কাপুর অভিনীত ছবি ববি একাধিক কারণে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। সবার আগে সামনে আসতে দেখা গিয়েছে এই জুটির মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ।

2 / 6
বলিউডের সর্বাধিক চর্চিত ছবির তালিকায় থাকা অন্যতম ছবি হল ববি। যার পরতে-পরতে একাধিক কাহিনি বর্তমান। তবে ঋষি কাপুর ও ডিম্পলের যে জুটি সকলের মনের কোণে জায়গা করে নিয়েছিল, সেই জটিকে নিয়েও উঠেছিল প্রশ্ন।

বলিউডের সর্বাধিক চর্চিত ছবির তালিকায় থাকা অন্যতম ছবি হল ববি। যার পরতে-পরতে একাধিক কাহিনি বর্তমান। তবে ঋষি কাপুর ও ডিম্পলের যে জুটি সকলের মনের কোণে জায়গা করে নিয়েছিল, সেই জটিকে নিয়েও উঠেছিল প্রশ্ন।

3 / 6
ডিম্পল তখন স্কুলে পড়ে। হঠাৎ দেখেন নতুন মুখ খোঁজা হচ্ছে একটি ছবির জন্য। পাশে বসে থাকা বন্ধুকে জানান ডিম্পল তিনি হতে চান এই নতুন মুখ। রাজ কাপুরের সঙ্গে কাজ করার ইচ্ছেও ছিল তুঙ্গে।

ডিম্পল তখন স্কুলে পড়ে। হঠাৎ দেখেন নতুন মুখ খোঁজা হচ্ছে একটি ছবির জন্য। পাশে বসে থাকা বন্ধুকে জানান ডিম্পল তিনি হতে চান এই নতুন মুখ। রাজ কাপুরের সঙ্গে কাজ করার ইচ্ছেও ছিল তুঙ্গে।

4 / 6
অডিশন দিতে পৌঁছে যান ডিম্পল। তবে প্রথমেই তাঁকে বাদ পড়তে হয় ছবি থেকে। কারণ হিসেবে জানা যায় তিনি নাকি এই ছবির চরিত্রে বেমানান। কারণ ঋষির পাশে নাকি তাঁকে মানাচ্ছে না।

অডিশন দিতে পৌঁছে যান ডিম্পল। তবে প্রথমেই তাঁকে বাদ পড়তে হয় ছবি থেকে। কারণ হিসেবে জানা যায় তিনি নাকি এই ছবির চরিত্রে বেমানান। কারণ ঋষির পাশে নাকি তাঁকে মানাচ্ছে না।

5 / 6
ফিরিয়ে দেওয়া হয় তাঁকে অডিশন থেকে। তবে ডিম্পলের মধ্যে ছোট থেকেই ছিল প্রবল আত্মবিশ্বাস। প্রতিটা ক্ষেত্রে তিনি নিজের ১০০ শতাংশ দিতে পছন্দ করতেন। তবে ডিম্পলের সেই আত্মবিশ্বাসই জিতে যায় শেষ পর্যন্ত।

ফিরিয়ে দেওয়া হয় তাঁকে অডিশন থেকে। তবে ডিম্পলের মধ্যে ছোট থেকেই ছিল প্রবল আত্মবিশ্বাস। প্রতিটা ক্ষেত্রে তিনি নিজের ১০০ শতাংশ দিতে পছন্দ করতেন। তবে ডিম্পলের সেই আত্মবিশ্বাসই জিতে যায় শেষ পর্যন্ত।

6 / 6
অবশেষে ছবির জন্য তাঁকে ডেকে পাঠান রাজ কাপুর। এরপর শুরু হয় শুটিং। ছবিতে এতটাই প্রাণ ঢেলে তাঁরা অভিনয় করেছিলেন, যে একটা সময়ের পর একে অন্যকে বাস্তবেই মন দিয়েছিলেন তাঁরা।

অবশেষে ছবির জন্য তাঁকে ডেকে পাঠান রাজ কাপুর। এরপর শুরু হয় শুটিং। ছবিতে এতটাই প্রাণ ঢেলে তাঁরা অভিনয় করেছিলেন, যে একটা সময়ের পর একে অন্যকে বাস্তবেই মন দিয়েছিলেন তাঁরা।

Next Photo Gallery