
শীত মানেই শুষ্ক ত্বকের সমস্যা। তৈলাক্ত ত্বক হলেও শীতের দিনে ময়শ্চারাইজ়ারের প্রয়োজন পড়ে। কিন্তু সমস্যা হল, ময়শ্চারাইজ়ার ব্যবহারের পর শুষ্ক দিনেও ত্বক তেলতেলে হয়ে পড়ে। তাহলে সমাধান কী?

ত্বক যেমনই হোক ময়শ্চারাইজ়ার ব্যবহার করা জরুরি। এটি ত্বকের ক্ষয় রোধ করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। আর যখন এটি তৈলাক্ত ত্বক নিয়ে কথা হচ্ছে, সেখানে প্রয়োজন বিশেষ ধরনের ময়শ্চারাইজ়ার।

শীতের দিনে তৈলাক্ত ত্বকের ব্যক্তিরা ওয়াটার-বেসড ময়শ্চারাইজ়ার ব্যবহার করতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং শুষ্ক আবহাওয়া আপনার ত্বকের ক্ষতি করবে না।

তৈলাক্ত ত্বকের জন্য সবচেয়ে ভাল হল অয়েল-ফ্রি ময়শ্চারাইজ়ার। অয়েল-ফ্রি ময়শ্চারাইজ়ার ব্যবহার করলে ত্বক তেলতেলে দেখাবে না। পাশাপাশি এটি অতিরিক্ত সিবাম উৎপাদনে সাহায্য করবে না। এতে আপনার ব্রণর সমস্যাও কমবে।

ময়শ্চারাইজ়ার হিসেবে আপনি হ্যালিউরোনিক অ্যাসিড, ভিটামিন সি কিংবা আলফা হাইড্রক্সি অ্যাসিড ব্যবহার করতে পারেন। এগুলো শীতের দিনে আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। পাশাপাশি এতে আপনার ত্বক তেলতেলে ভাব দেখা যাবে না।

তৈলাক্ত ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য আপনি প্রাকৃতিক উপাদানও ব্যবহার করতে পারেন। শীতের দিনে গ্লিসারিন ব্যবহার করতে পারেন ত্বকে। এছাড়া অ্যালোভেরা জেল মাখলেও উপকার পাবেন।