Mirror Cleaning: বাড়ির আয়না কীভাবে পরিস্কার রাখতে পারেন? জেনে নিন কিছু সহজ টোটকা…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Dec 07, 2021 | 3:34 PM
আয়নায় বিভিন্ন কারণে দাগ পড়ে কিংবা অপরিষ্কার হয়। এর ফলে অনেক সময় চেহারা দেখা যায় না। এবার জেনে নিন যেভাবে সহজ উপায়ে আয়নার দাগ তুলে ঝকঝকে পরিষ্কার করবেন।
1 / 6
জামাকাপড়ের পাশাপাশি আয়না পরিষ্কার করতেও ব্লিচিং পাউডারের জুড়ি নেই। এক টুকরো পরিষ্কার শুকনো কাপড় নিন। তাতে কিছুটা ব্লিচিং পাউডার ঢালুন। তারপর ওই কাপড়ের টুকরো দিয়ে আয়না ভাল করে মুছে নিন। এরপর আবার একটা শুকনো কাপড় দিয়ে আয়না ভাল করে মুছে ফেলুন।
2 / 6
তুলার বলে লাগিয়ে নিন ফেস টনিক। তারপর মুখের আয়নায় বুলিয়ে নিন ওই তুলার খণ্ড। এরপর আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিন আয়না।
3 / 6
পরিষ্কার কাপড়ে টুথপেস্ট লাগিয়ে নিন। তারপর আয়নার কাচে ভাল করে টুথপেস্টের প্রলেপ বুলিয়ে দিন। কিছুক্ষণ সেই আস্তরণ রেখে দিন। আধ ঘণ্টা পর ভিজা কাপড় দিয়ে মুছে ফেলুন। তারপর আবার মুছুন শুকনো কাপড়ে।
4 / 6
বাসনের মতো আয়নার কাচ পরিষ্কার করতেও লেবু খুব কার্যকর। একটা পাত্রে বেশ কিছুটা লেবুর রস নিয়ে নিন। তাতে সুতির কাপড় ডুবিয়ে আয়না মুছে ফেলুন। কিছুক্ষণ পর শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিন।
5 / 6
জল এবং ক্লোরিনের মিশ্রণ তৈরি করুন। সেই মিশ্রণ আয়নার কাচে মাখিয়ে রাখুন। প্রায় ৪৫ মিনিট সময় লাগবে প্রলেপ শুকিয়ে যেতে। তারপর আবার জল এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
6 / 6
গরম জলে মিশিয়ে নিন ভিনেগার। মেশাতে হবে ২:১ অনুপাতে। পরিষ্কার কাপড়ে সেই মিশ্রণ লাগিয়ে আয়না মুছে নিন। দেখবেন নিমিষেই ঝকঝক করছে।