Hair Care Tips: শীত আসতেই চুলে চিটচিটে ভাব দেখা দিয়েছে? সমাধান লুকিয়ে হেয়ার কেয়ার রুটিনেই
TV9 Bangla Digital | Edited By: megha
Nov 16, 2022 | 10:33 AM
Oily Scalp: শীত ঘন ঘন শ্যাম্পু করলে চুল শুষ্ক হয়ে পড়ে। আবার খুব কম শ্যাম্পু করলে চুলে তেলতেলে ভাব দেখা যায়। শীতে চুলের তৈলাক্ত ভাব কীভাবে দূর করবেন, রইল টিপস...
1 / 6
শীত এলেই চুল আর্দ্রতা হারায়। ঘন ঘন শ্যাম্পু করলে চুল শুষ্ক হয়ে পড়ে। আবার খুব কম শ্যাম্পু করলে চুলে তেলতেলে ভাব দেখা যায়। ফলে শ্যাম্পু করা ছাড়া আর কোনও উপায় থাকে না। শীতে চুলের তৈলাক্ত ভাব কীভাবে দূর করবেন, রইল টিপস...
2 / 6
শীতে চুলের সমস্যা এড়াতে গরম জল ব্যবহার করবেন না। শীতে ঠান্ডা জলে শ্যাম্পু করা কঠিন। কিন্তু চুলে গরম জল ব্যবহার করলে চুল শুষ্ক হয়ে পড়ে। এতে চুল তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে।
3 / 6
সপ্তাহে দু' থেকে তিনবার শ্যাম্পু করুন। বেশি শ্যাম্পু করলে চুলের আর্দ্রতা কমে যায়। এতে চুল আরও বেশি তৈলাক্ত হয়ে পড়ে। সালফার মুক্ত শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন। এতে চুল ভাল থাকে।
4 / 6
শীতে হট অয়েল ম্যাসেজ করুন। চুলে গরম তেল মালিশ করলে চুলের আর্দ্রতা বজায় থাকে। এতে স্ক্যাল্পে সহজে চিটচিটে ভাব আসে না। পাশাপাশি চুল বৃদ্ধি ভাল হয়।
5 / 6
শীতে দূষণের পরিমাণ বেড়ে যায়, যার কারণে স্ক্যাল্প তেলতেলে হয়ে ওঠে। তাই রাস্তায় বেরোলে চুল বেঁধে নিন কিংবা চুলে কাপড় জড়িয়ে নিন। আর ঘন ঘন চুলে হাত দেবেন না। এতে চুলে ময়লা ধরে নেয় যা স্ক্যাল্পকে তৈলাক্ত করে তোলে।
6 / 6
চুলকে ভাল রাখতে হেয়ার মাস্ক ব্যবহার করুন। নারকেলের দুধে লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে ২ ঘণ্টার মতো লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক আপনার চুলকে তৈলাক্ত করে তুলবে না।