TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 16, 2022 | 12:02 PM
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কতটা গবীর কম বেশি সকলেরই জানা, তাঁরা প্রকাশ্যেই একে অপরকে চোখে হারায়। এই পরিস্থিতিতে বিবাহবার্ষিকীর দিন এ কী করে বসলেন দীপিকা!
রণবীর যেখানে নিজের ব্যস্ত শিডিউলের মাঝেই পৌঁছে গেলেন উপহার নিয়ে দীপিকার কাজের ফাঁকেই। কিন্তু বদলে, দীপিকা কী করলেন! মিলল না সারাদিনে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনও পোস্ট।
তবে কী এই জুটির মাঝে বাড়ছে দূরত্ব, একশ্রেণী যখন এমনই প্রশ্ন তুলে ধরলেন, তখনই পাল্টা উত্তর মিলল ঘনিষ্টমহল সুত্রে। সামনে এল অন্য খবর। দীপিকা পাড়ুকোন সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত কারণে ব্যবহার করেন না।
কারণ একটাই, তিনি সোশ্যাল মিডিয়ায় কেবল কাজ ও তাঁর প্রমোশনের জন্যই ব্যবহার করে তাকেন। ব্যক্তিগত কারণে তিনি কোনও পোস্ট করেন না বলেই দাবি তাঁর। আর সেই কারণেই বিশেষ দিনে থাকল না কোনও পোস্ট।
রণবীরকে তিনি কতটা ভালবাসেন তা তাঁর আলাদা করে প্রমাণ করার কিছু নেই। ফলে সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি আলাদা করে তেমন বিশেষ কিছু লিখলেন না। কারণ তিনি জানেন তিনি এই সম্পর্কে ঠিক কতটা বিশ্বাসী, সেই সুবাদেই এদিন থাকল না কোনও পোস্ট।