Durga Puja 2022: সারারাত জেগে ঠাকুর দেখেছেন? সপ্তমীর সকালে ক্লান্তির ছাপ কাটিয়ে উঠুন এই উপায়ে

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 02, 2022 | 8:30 AM

সেই পঞ্চমী থেকে রাত জেগে ঠাকুর দেখছেন। তাই ক্লান্তির ছাপ পড়েছে চোখে, মুখে। বাকি দিনগুলোতে ত্বকের উজ্জ্বলতা কীভাবে বজায় রাখবেন?

1 / 6
সেই পঞ্চমী থেকে রাত জেগে ঠাকুর দেখছেন। পুজোর সময় ঘুম নামমাত্র। তাই ক্লান্তির ছাপ পড়েছে চোখে, মুখে। কিন্তু পুজো তো সবে শুরু। বাকি দিনগুলোতে ত্বকের উজ্জ্বলতা কীভাবে বজায় রাখবেন? সপ্তমীতে মেনে চলুন এই টিপস...

সেই পঞ্চমী থেকে রাত জেগে ঠাকুর দেখছেন। পুজোর সময় ঘুম নামমাত্র। তাই ক্লান্তির ছাপ পড়েছে চোখে, মুখে। কিন্তু পুজো তো সবে শুরু। বাকি দিনগুলোতে ত্বকের উজ্জ্বলতা কীভাবে বজায় রাখবেন? সপ্তমীতে মেনে চলুন এই টিপস...

2 / 6
মেকআপ দিয়ে ক্লান্তি ঢাকা দিতে চান? এতে ত্বক আরও ম্লান দেখাতে পারে। তার চাইতে মেকআপ শুরুর আগে মুখে বরফ ঘষে নিন। এতে ত্বক উজ্জ্বল দেখাবে। পাশাপাশি মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

মেকআপ দিয়ে ক্লান্তি ঢাকা দিতে চান? এতে ত্বক আরও ম্লান দেখাতে পারে। তার চাইতে মেকআপ শুরুর আগে মুখে বরফ ঘষে নিন। এতে ত্বক উজ্জ্বল দেখাবে। পাশাপাশি মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

3 / 6
রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ফিরে কয়েক ঘণ্টা ঘুমিয়ে নিন। আর ক্লান্তি ভরা চোখের তলায় রাখুন টি ব্যাগ। চা খেয়ে টি ব্যাগ ফেলবেন না। টি ব্যাগ চোখের তলায় কালচে দাগ দূর করতে সাহায্য করে।

রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ফিরে কয়েক ঘণ্টা ঘুমিয়ে নিন। আর ক্লান্তি ভরা চোখের তলায় রাখুন টি ব্যাগ। চা খেয়ে টি ব্যাগ ফেলবেন না। টি ব্যাগ চোখের তলায় কালচে দাগ দূর করতে সাহায্য করে।

4 / 6
সকালে বাড়ি ফিরে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে মুখে মেখে নিন। কিংবা অ্যালোভেরার নির্যাসের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে বরফ জমানোর ট্রেতে জমিয়ে রাখুন। ওই বরফ মুখে ঘষে নিলেও কাজ হবে।

সকালে বাড়ি ফিরে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে মুখে মেখে নিন। কিংবা অ্যালোভেরার নির্যাসের সঙ্গে ভিটামিন ই মিশিয়ে বরফ জমানোর ট্রেতে জমিয়ে রাখুন। ওই বরফ মুখে ঘষে নিলেও কাজ হবে।

5 / 6
রাত জেগে প্যান্ডেল হপিং ত্বকের আর্দ্রতা কেড়ে নিয়েছে? পুজোর দিনে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ত্বকে শসা ব্যবহার করুন। শসার পেস্ট বানিয়ে ত্বকের মাখুন। মিনিট কুড়ি রেখে দিলেই ত্বকের সতেজ দেখাবে।

রাত জেগে প্যান্ডেল হপিং ত্বকের আর্দ্রতা কেড়ে নিয়েছে? পুজোর দিনে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ত্বকে শসা ব্যবহার করুন। শসার পেস্ট বানিয়ে ত্বকের মাখুন। মিনিট কুড়ি রেখে দিলেই ত্বকের সতেজ দেখাবে।

6 / 6
ঠাকুর দেখার মাঝে তরল পান করতে থাকুন। জলের পাশাপাশি ডাবের জল পান করতে পারেন। সফট ড্রিংক্স পাশাপাশি অ্যালকোহলের বদলে সঙ্গে রাখুন তাজা ফলের রস। এতে ত্বক হাইড্রেটেড থাকবে।

ঠাকুর দেখার মাঝে তরল পান করতে থাকুন। জলের পাশাপাশি ডাবের জল পান করতে পারেন। সফট ড্রিংক্স পাশাপাশি অ্যালকোহলের বদলে সঙ্গে রাখুন তাজা ফলের রস। এতে ত্বক হাইড্রেটেড থাকবে।

Next Photo Gallery