Bacne: পিঠের ব্রণর সমস্যা থেকে পরিত্রান পাবেন কীভাবে, দেখে নিন
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 17, 2022 | 3:34 PM
আপনার মুখের মতই পিঠে, গলা এবং স্তনে ও তার আশেপাশে ব্রণর সমস্যা দেখা দেয়। পিঠের ব্রণকে ব্যাকনি বলা হয়ে থাকে। এই ব্রণর সমস্যা বয়ঃসন্ধিকাল ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায়। একটু যত্নের মাধ্যমেই আপনি এই সমস্যা থেকে রেহাই পেতে পারবেন।
1 / 6
আপনার মুখের মতই পিঠে, গলা এবং স্তনে ও তার আশেপাশে ব্রণর সমস্যা দেখা দেয়। পিঠের ব্রণকে ব্যাকনি বলা হয়ে থাকে। এই ব্রণর সমস্যা বয়ঃসন্ধিকাল ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায়। একটু যত্নের মাধ্যমেই আপনি এই সমস্যা থেকে রেহাই পেতে পারবেন।
2 / 6
মুখের থেকেও পিঠের ব্রণ আরও খারাপ! এই সমস্যা থেকে মুক্তি পেতে ক্লিয়ারিং লোশন হল ত্বকের সব সমস্যার মুশকিল আসান। ফুসকুড়ি বা ব্রণ পরিস্কার করতে, অতিরিক্ত সিবাম উত্পাদন কমাতে ও ত্বকের টোন অনুযায়ী পরিস্কার করতে সাহায্য করে। শীতের মরসুমে ত্বক খসখসে ও রুক্ষতাকে দূর করতেও সাহায্য করে।
3 / 6
নিয়মিত ব্যবহার করলে ক্ষতচিহ্ণ, স্ট্রেচ মার্ক, গাঢ় কালো ছোপ দূর করে টানটান ও দৃঢ় ত্বক তৈরিতে সাহায্য করে এই বিশেষ তেল। টোনিং অয়েল পিঠের ত্বককে পুষ্ট ও টোন করতে সাহায্য করে। এতে বিয়ের অনুষ্ঠানে আত্নবিশ্বাসী করে তোলে।
4 / 6
শরীরকে ডিটক্স করতে পারলে ত্বকেও ডিটক্স হওয়া সম্ভব। শীতের শুষ্কতা দূর করতে পিঠের ত্বককে এক্সফোলিয়েট করে উজ্জ্বল ও সমৃণ করা যায়। স্ক্র্যাবের দ্বারা ত্বকের মৃত চামড়া. ব্ল্যাকহেডস, ট্যানিং দূর করতে সাহায্য করে। ত্বকের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি ব্রণ প্রতিরোধ করতেও সক্ষম।
5 / 6
ত্বককে উজ্জ্বল করতে, হাইপারপিগমেন্টশনের চিকিত্সা ও ত্বকের গঠন উন্নত করতে সহায়তা করে। পিঠে উপস্থিত নিস্তেজ ও ডিহাইড্রেটেড ত্বকে আর্দ্রতা সরবরাহ করে। সিরামে উপস্থিত শক্তিশালী ও কার্যকরী উপাদানগুলি ব্রণ দূর করে ত্বকের টেক্সচার মতো মসৃণ ও নরম করতে সাহায্য করে।
6 / 6
এর সাহায্যে অন্যান্য ত্বকের মতো সমান টোনড ত্বক পাওয়া যায়। ত্বককে পুষ্টি জোগাতে ও সমৃণ করতে সাহায্য করে। হালকা ওজনের ও ননস্টিকি ফর্মুলার জন্য ত্বকের জন্য সেরা ও প্রাকৃতিক উপকরণ পাবেন।