Bacne: পিঠের ব্রণর সমস্যা থেকে পরিত্রান পাবেন কীভাবে, দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: megha

Jan 17, 2022 | 3:34 PM

আপনার মুখের মতই পিঠে, গলা এবং স্তনে ও তার আশেপাশে ব্রণর সমস্যা দেখা দেয়। পিঠের ব্রণকে ব্যাকনি বলা হয়ে থাকে। এই ব্রণর সমস্যা বয়ঃসন্ধিকাল ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায়। একটু যত্নের মাধ্যমেই আপনি এই সমস্যা থেকে রেহাই পেতে পারবেন।

1 / 6
আপনার মুখের মতই পিঠে, গলা এবং স্তনে ও তার আশেপাশে ব্রণর সমস্যা দেখা দেয়। পিঠের ব্রণকে ব্যাকনি বলা হয়ে থাকে। এই ব্রণর সমস্যা বয়ঃসন্ধিকাল ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায়। একটু যত্নের মাধ্যমেই আপনি এই সমস্যা থেকে রেহাই পেতে পারবেন।

আপনার মুখের মতই পিঠে, গলা এবং স্তনে ও তার আশেপাশে ব্রণর সমস্যা দেখা দেয়। পিঠের ব্রণকে ব্যাকনি বলা হয়ে থাকে। এই ব্রণর সমস্যা বয়ঃসন্ধিকাল ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায়। একটু যত্নের মাধ্যমেই আপনি এই সমস্যা থেকে রেহাই পেতে পারবেন।

2 / 6
মুখের থেকেও পিঠের ব্রণ আরও খারাপ! এই সমস্যা থেকে মুক্তি পেতে ক্লিয়ারিং লোশন হল ত্বকের সব সমস্যার মুশকিল আসান। ফুসকুড়ি বা ব্রণ পরিস্কার করতে, অতিরিক্ত সিবাম উত্‍পাদন কমাতে ও ত্বকের টোন অনুযায়ী পরিস্কার করতে সাহায্য করে। শীতের মরসুমে ত্বক খসখসে ও রুক্ষতাকে দূর করতেও সাহায্য করে।

মুখের থেকেও পিঠের ব্রণ আরও খারাপ! এই সমস্যা থেকে মুক্তি পেতে ক্লিয়ারিং লোশন হল ত্বকের সব সমস্যার মুশকিল আসান। ফুসকুড়ি বা ব্রণ পরিস্কার করতে, অতিরিক্ত সিবাম উত্‍পাদন কমাতে ও ত্বকের টোন অনুযায়ী পরিস্কার করতে সাহায্য করে। শীতের মরসুমে ত্বক খসখসে ও রুক্ষতাকে দূর করতেও সাহায্য করে।

3 / 6
নিয়মিত ব্যবহার করলে ক্ষতচিহ্ণ, স্ট্রেচ মার্ক, গাঢ় কালো ছোপ দূর করে টানটান ও দৃঢ় ত্বক তৈরিতে সাহায্য করে এই বিশেষ তেল। টোনিং অয়েল পিঠের ত্বককে পুষ্ট ও টোন করতে সাহায্য করে। এতে বিয়ের অনুষ্ঠানে আত্নবিশ্বাসী করে তোলে।

নিয়মিত ব্যবহার করলে ক্ষতচিহ্ণ, স্ট্রেচ মার্ক, গাঢ় কালো ছোপ দূর করে টানটান ও দৃঢ় ত্বক তৈরিতে সাহায্য করে এই বিশেষ তেল। টোনিং অয়েল পিঠের ত্বককে পুষ্ট ও টোন করতে সাহায্য করে। এতে বিয়ের অনুষ্ঠানে আত্নবিশ্বাসী করে তোলে।

4 / 6
শরীরকে ডিটক্স করতে পারলে ত্বকেও ডিটক্স হওয়া সম্ভব। শীতের শুষ্কতা দূর করতে পিঠের ত্বককে এক্সফোলিয়েট করে উজ্জ্বল ও সমৃণ করা যায়। স্ক্র্যাবের দ্বারা ত্বকের মৃত চামড়া. ব্ল্যাকহেডস, ট্যানিং দূর করতে সাহায্য করে। ত্বকের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি ব্রণ প্রতিরোধ করতেও সক্ষম।

শরীরকে ডিটক্স করতে পারলে ত্বকেও ডিটক্স হওয়া সম্ভব। শীতের শুষ্কতা দূর করতে পিঠের ত্বককে এক্সফোলিয়েট করে উজ্জ্বল ও সমৃণ করা যায়। স্ক্র্যাবের দ্বারা ত্বকের মৃত চামড়া. ব্ল্যাকহেডস, ট্যানিং দূর করতে সাহায্য করে। ত্বকের স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি ব্রণ প্রতিরোধ করতেও সক্ষম।

5 / 6
ত্বককে উজ্জ্বল করতে, হাইপারপিগমেন্টশনের চিকিত্‍সা ও ত্বকের গঠন উন্নত করতে সহায়তা করে। পিঠে উপস্থিত নিস্তেজ ও ডিহাইড্রেটেড ত্বকে আর্দ্রতা সরবরাহ করে। সিরামে উপস্থিত শক্তিশালী ও কার্যকরী উপাদানগুলি ব্রণ দূর করে ত্বকের টেক্সচার মতো মসৃণ ও নরম করতে সাহায্য করে।

ত্বককে উজ্জ্বল করতে, হাইপারপিগমেন্টশনের চিকিত্‍সা ও ত্বকের গঠন উন্নত করতে সহায়তা করে। পিঠে উপস্থিত নিস্তেজ ও ডিহাইড্রেটেড ত্বকে আর্দ্রতা সরবরাহ করে। সিরামে উপস্থিত শক্তিশালী ও কার্যকরী উপাদানগুলি ব্রণ দূর করে ত্বকের টেক্সচার মতো মসৃণ ও নরম করতে সাহায্য করে।

6 / 6
এর সাহায্যে অন্যান্য ত্বকের মতো সমান টোনড ত্বক পাওয়া যায়। ত্বককে পুষ্টি জোগাতে ও সমৃণ করতে সাহায্য করে। হালকা ওজনের ও ননস্টিকি ফর্মুলার জন্য ত্বকের জন্য সেরা ও প্রাকৃতিক উপকরণ পাবেন।

এর সাহায্যে অন্যান্য ত্বকের মতো সমান টোনড ত্বক পাওয়া যায়। ত্বককে পুষ্টি জোগাতে ও সমৃণ করতে সাহায্য করে। হালকা ওজনের ও ননস্টিকি ফর্মুলার জন্য ত্বকের জন্য সেরা ও প্রাকৃতিক উপকরণ পাবেন।

Next Photo Gallery