Bangla NewsPhoto gallery KL Rahul begins conducts first team meeting at Boland Park ahead of 1st ODIs against South Africa
India vs South Africa: বোল্যান্ড পার্কে অনুশীলন শুরু লোকেশ রাহুলের ভারতের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হওয়া টেস্ট সিরিজ এখন অতীত। নেলসন ম্যান্ডেলার দেশ থেকে একদিনের সিরিজের ট্রফি অর্জন করাই এখন টিম ইন্ডিয়ার (Team India) লক্ষ্য। রোহিত শর্মার অনুপস্থিতিতে কেএল রাহুল (KL Rahul) সামলাতে চলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেনের ভূমিকা। সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন জশপ্রীত বুমরা। টেস্টে হারের ক্ষতে খানিকটা প্রলেপ লাগাতে পারে এই ওয়ান ডে সিরিজে জয়। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ।