Christmas Tree: বড়দিনে বাড়িতে ক্রিসমাস ট্রি বানানোর কথা ভাবছেন? তাহলে এই সহজ টিপসগুলো দেখে নিন…

এমন ভাবে ক্রিসমাস গাছটা সাজান, তা থেকে যেন একটা গল্প উঠে আসে। এমন একটা গল্প, যেটা সব বয়সের মানুষের ভাল লাগবে। তাহলেই জমজমাট হয়ে উঠবে আপনার বড়দিন।

| Edited By: | Updated on: Dec 25, 2021 | 8:31 AM
অনেকের বিশ্বাস, এই গাছ সুন্দর করে সাজিয়ে দরজার সামনে বা জানলের পাশে রাখলে আগামী দিনগুলো সুন্দর হয়। তা সে বিশ্বাস সত্যি হোক বা না-হোক, এই গাছ যে ঘরের চেহারা অনেকটাই পাল্টে দেয়, তা পরিষ্কার।

অনেকের বিশ্বাস, এই গাছ সুন্দর করে সাজিয়ে দরজার সামনে বা জানলের পাশে রাখলে আগামী দিনগুলো সুন্দর হয়। তা সে বিশ্বাস সত্যি হোক বা না-হোক, এই গাছ যে ঘরের চেহারা অনেকটাই পাল্টে দেয়, তা পরিষ্কার।

1 / 6
থিম বেছে এই গাছ সাজান। এমন না মনে হয়, যা মাথায় এসেছে, হাতের কাছে যা পেয়েছেন, তা দিয়ে কোনও রকমে সাজিয়েছেন। বিশেষ করে একটা রং ধরে সাজান। গাছটা দেখতে ভালো লাগবে।

থিম বেছে এই গাছ সাজান। এমন না মনে হয়, যা মাথায় এসেছে, হাতের কাছে যা পেয়েছেন, তা দিয়ে কোনও রকমে সাজিয়েছেন। বিশেষ করে একটা রং ধরে সাজান। গাছটা দেখতে ভালো লাগবে।

2 / 6
প্রথমেই আলো দিয়ে সাজান। তলা থেকে শুরু করে জড়িয়ে জড়িয়ে আলোর মালা ওপর দিকে নিয়ে যান। দেখতে ভাল লাগবে।

প্রথমেই আলো দিয়ে সাজান। তলা থেকে শুরু করে জড়িয়ে জড়িয়ে আলোর মালা ওপর দিকে নিয়ে যান। দেখতে ভাল লাগবে।

3 / 6
আলো ছাড়া আর কী কী দিয়ে সাজাবেন, তা গোড়াতেই ভেবে নিন। যখন থিমটা ভাবছেন, তখনই ভেবে নিন কী কী দিয়ে সাজাবেন। গাছ আর দেওয়ালের মাঝে যে ফাঁকটা পাবেন, সেটাও ঠিক করে ব্যবহার করুন।

আলো ছাড়া আর কী কী দিয়ে সাজাবেন, তা গোড়াতেই ভেবে নিন। যখন থিমটা ভাবছেন, তখনই ভেবে নিন কী কী দিয়ে সাজাবেন। গাছ আর দেওয়ালের মাঝে যে ফাঁকটা পাবেন, সেটাও ঠিক করে ব্যবহার করুন।

4 / 6
গাছের তলার দিকটা উপহারের বাক্স দিয়ে সাজান। বাড়িতে ছোটরা থাকলে বড়দিনে তাদের জন্য তো উপহার কিনতেই হবে। সেগুলো রাখুন গাছের গোড়ার দিকটায়।

গাছের তলার দিকটা উপহারের বাক্স দিয়ে সাজান। বাড়িতে ছোটরা থাকলে বড়দিনে তাদের জন্য তো উপহার কিনতেই হবে। সেগুলো রাখুন গাছের গোড়ার দিকটায়।

5 / 6
গিফ্টের বাক্সগুলো যে কাগজ দিয়ে মুড়ে নিচ্ছেন, সেগুলোর রংও বাছুন একটার সঙ্গে আর একটা মিশিয়ে।

গিফ্টের বাক্সগুলো যে কাগজ দিয়ে মুড়ে নিচ্ছেন, সেগুলোর রংও বাছুন একটার সঙ্গে আর একটা মিশিয়ে।

6 / 6
Follow Us: