Face Primer: মেকআপের জন্য প্রাইমার ব্যবহার করা জরুরি! কিন্তু তা বাজার থেকে কেনা কি বাধ্যতামূলক?
TV9 Bangla Digital | Edited By: megha
Feb 17, 2022 | 8:59 AM
মেকআপ শুরুর আগে সব সময় প্রাইমার ব্যবহার করা আবশ্যিক। ঠিক ভাবে প্রাইমার ব্যবহার না করলে ফাউন্ডেশন সেট হয় না ত্বকে। বাজারে বিভিন্ন ধরনের প্রাইমার পাওয়া যায়। কিন্তু আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন মেকআপ প্রাইমার। কীভাবে, দেখে নিন
1 / 6
মেকআপ যেমনই করেন না কেন, মেকআপ শুরুর আগে সব সময় প্রাইমার ব্যবহার করা জরুরি। ঠিক ভাবে প্রাইমার ব্যবহার না করলে ফাউন্ডেশন সেট হয় না ত্বকে। বাজারে বিভিন্ন ধরনের প্রাইমার পাওয়া যায়। কিন্তু আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন মেকআপ প্রাইমার। কীভাবে, দেখে নিন
2 / 6
বাড়িতে তৈরি প্রাইমারে কোনও রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। যে কারণে এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে না। এবং এর ফলে ত্বক পুরোপুরি সুস্থ থাকে।
3 / 6
প্রথমে এক চা চামচ কেওলিন ক্লে, এক চা চামচ অ্যারারুট পাউডার আর চার চা চামচ অ্যালোভেরা জেল নিন।
4 / 6
সমস্ত উপাদানগুলিকে একসঙ্গে নিয়ে একটা ছোট বাটিতে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিন। প্রতিটি উপাদান যেন একে অপরের সঙ্গে মিশে যায় সেটা খেয়াল রাখুন। তারপর একটি এয়ারটাইট কাঁচের কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন।
5 / 6
ত্বক পরিষ্কার করে টোনার আর ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন। এরপর ত্বকে এই প্রাইমার লাগান। প্রাইমার পুরোপুরি ত্বকে স্কিয়ে গেলে তারপর ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে ফাউন্ডেশন ত্বকে ভাল ভাবে সেট হবে।
6 / 6
যদি আপনার ত্বকে ব্রণর সমস্যা থাকে, তাহলে এই মিশ্রণে দু’ ফোঁটা টি ট্রি অয়েল বা লবঙ্গের তেল মিশিয়ে নিতে পারেন। এর ফলে মেকআপ করলেও আপনার ত্বকে কোনও প্রভাব পড়বে না এবং ব্রণর সমস্যা কমে যাবে।