DIY Scrubs: ত্বকের যত্নে কমলালেবু ব্যবহার করতে চাইলে সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বডি স্ক্রাব
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 19, 2022 | 6:18 PM
এক সপ্তাহে ট্যান তুলতে চান? এক্ষেত্রে ভরসা কিন্তু ঘরোয়া পদ্ধতি। বাড়িতে তৈরি বিভিন্ন প্যাকের জাদুতেই মাত্র সাতদিনে উধাও হবে আপনার ত্বকের সান-ট্যান। এখন শীতের মরসুম। তাই কাজে আসবে কমলালেবু। বাড়িতে তৈরি করুন কমলালেবুর স্ক্রাব।
1 / 6
একসপ্তাহে ট্যান তুলতে চান? এক্ষেত্রে ভরসা কিন্তু ঘরোয়া পদ্ধতি। বাড়িতে তৈরি বিভিন্ন প্যাকের জাদুতেই মাত্র সাতদিনে উধাও হবে আপনার ত্বকের সান-ট্যান। এখন শীতের মরসুম। তাই কাজে আসবে কমলালেবু।
2 / 6
স্যান-টান ছাড়াও শীতকালে শীতকালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। তাই শীতকালে ত্বক নিয়মিত এক্সফোলিয়েট করা উচিত। এই ক্ষেত্রেও ভরসা একমাত্র কমলালেবু। কারণ কমলালেবু ভিটামিন সি এবং এ সমৃদ্ধ। কমলালেবুতে রয়েছে ত্বকের উজ্জ্বলতা এবং ডিটক্সিফাইং বৈশিষ্ট্য।
3 / 6
কমলালেবুর খোসা এই শীতে রোদে শুকিয়ে নিন। শুকনো তাওয়ায় একটু নেড়ে নিন। তারপর গ্রাইন্ড করে নিন। আপনি ওই গুঁড়ো সংরক্ষণ করে রাখতে পারেন এবং নানা ভাবে ত্বকে ব্যবহার করতে পারেন।
4 / 6
এক চা চামচ ওই কমলালেবুর খোসার গুঁড়ো নিন। তার সঙ্গে এক চা চামচ দুধ মিশিয়ে নিন। এবং এক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। ভাল করে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। সেটি মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে দিন ওভাবেই। তারপর জলে দিয়ে মুখ ধুয়ে নিন।
5 / 6
কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন মুলতানি মাটি। তার সঙ্গে মিশিয়ে নিন মধু। আপনার ঘরোয়া স্ক্রাব তৈরি। সারা মুখে ওই মিশ্রণ লাগিয়ে নিন। আস্তে আস্তে ঘষে নিন সারা মুখে। তারপর জলে দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
6 / 6
এই ভাবে কমলালেবুকে ত্বকের ওপর ব্যবহার করলে উপকার পাবেন। ত্বকের মৃত কোষ দূর হয়ে যাবে এবং ত্বক হবে উজ্জ্বল। এর পাশাপাশি এটি আপনার ত্বকের কালো দাগ দূর করে দেবে। এই শীতে সপ্তাহে দুবার কমলালেবুর স্ক্রাব ব্যবহার করুন।