Marigold Flower: জানেন কি গাঁদা ফুল চুলের জন্য কতটা উপকারী?
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 19, 2022 | 5:59 PM
গাঁদা ফুলের মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা ওষুধ রূপে ব্যবহার করা হয়। একই ভাবে এই ফুল ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও কার্যকরী। গাঁদা ফুলকে চুলের যত্নে কীভাবে যোগ করবেন, দেখে নিন...
1 / 6
গাঁদা ফুলের মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা ওষুধ রূপে ব্যবহার করা হয়। একই ভাবে এই ফুল ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও কার্যকরী।
2 / 6
দূষণ, খাদ্যাভ্যাস, জীবনধারা ইত্যাদি বিভিন্ন কারণে চুল নষ্ট হতে থাকে। চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে যায়। এই উজ্জ্বলতাকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করে গাঁদা ফুল।
3 / 6
চুলের স্বাস্থ্যকে উন্নত করতে আপনি নারকেল তেলের সঙ্গে গাঁদা ফুলের পাপড়িকে ফুটিয়ে নিন। এবার ওই তেল স্ক্যাল্পে ও চুলের ওপর প্রয়োগ করুন। এতে মজবুত হবে আপনার চুল।
4 / 6
একই ভাবে আপনি অলিভ অয়েলের সঙ্গেও গাঁদা ফুলের পাপড়িকে ফুটিয়ে নিতে পারেন। এবার ওই তেল দিয়ে স্ক্যাল্পে মালিশ করুন। নিজেই পার্থক্য বুঝতে পারবেন কিছু দিনের মধ্যে।
5 / 6
খুশকির সমস্যাও দূর করতে সহায়ক গাঁদা ফুল। দু কাপ গরম জলে গাঁদা ফুলের পাপড়ি ফুটিয়ে নিন এবং তাতে নিম তেল ও টি ট্রি অয়েল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে স্প্রে করুন। কিছু দিনের মধ্যে খুশকির সমস্যা দূর হয়ে যাবে।
6 / 6
চুলের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আপনি গাঁদা ফুলের মাস্ক ব্যবহার করত পারেন। কলা ও মেথি গুঁড়োর সঙ্গে গাঁদা ফুলের পাপড়িগুলোকে পিষে নিন। তাতে বাদাম তেল মিশিয়ে চুলের ওপর প্রয়োগ করুন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।